নিজস্ব প্রতিবেদক, ডুমুরিয়া
ডুমুরিয়ায় নাগরিক উদ্যোগ এনজিও’র আয়োজনে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও দেশের উন্নয়নে সক্রিয় অংশগ্রহণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার অফিসার্স ক্লাবে সংস্থাটির খুলনা বিভাগীয় সমন্বয়কারী মানিক দাসের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেন ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল-আমিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ মোমতাজ, উপজেলা সমাজসেবা অফিসার সুব্রত বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা রিনা মজুমদার, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম কামরুজ্জামান, নাগরিক উদ্যোগের হারুন অর রশিদ, কিশোর কুমার মন্ডল, জয়দেব দাস, শিল্পী গাইন ও অর্পনা মন্ডল প্রমুখ।