বাংলার ভোর প্রতিবেদক
যশোর ডিবি পুলিশ অভিযান চালিয়ে বিদেশি মদসহ এক মাদক কারবারিকে আটক করেছে। আটকৃত আসামি হলো, বেনাপোল পোর্ট থানার দৌলতপুর সর্দার পাড়ার মতিয়ার রহমানের ছেলে শাকিল (২৮)।
ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার জানান, তারা গোপনে খবর পান চাঁচড়া এলাকায় শুক্রবার রাতে মাদক নিয়ে এক ব্যক্তি অবস্থান করছে। এ খবরের ভিত্তিতে ডিবি পুলিশের এস আই আবু হাসান সেখানে অভিযান চালিয়ে রাত ১১ টার দিকে, সদর উপজেলার চাঁচড়া বাজার এলাকা থেকে ৪ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি শাকিলকে আটক করে।
আটক মদের আনুমানিক মূল্য বাইশ হাজার টাকা। এ ঘটনায় এসআই শেখ আবু হাসান বাদী হয়ে যশোর কোতয়ালি থানায় এজাহার দায়ের করেন।