বাংলার ভোর প্রতিবেদক
ঢাকা থেকে হারিয়ে যাওয়া দুই এতিম শিশুকে উদ্ধার করে কর্তৃপক্ষের কাছে ফিরিয়ে দিলেন যশোর জি আর পি পুলিশের ইনচার্জ এস আই মনিতোষ বিশ্বাস। গত শুক্রবার এদের উদ্ধার করা হয়।
মাদ্রাসা পড়ুয়া দুই শিশু ঢাকা থেকে খুলনা অভিমুখী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে করে চলে আসে। সুন্দরবন ট্রেনের ডিউটিরত টিজি পার্টির সহায়তায় উক্ত শিশু দুটিকে যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিরস্ত্র) মনিতোষ বিশ্বাস নিজ হেফাজতে নিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে পরিচয় জানা যায়। উদ্ধার হওয়া একজনের নাম আল মাসুর রহমান(১৩),অন্যজনের নাম ফাহিম খান (১৩)। দুজনই দারুল হাদিস একাডেমী, ফতুল্লা নারায়ণগঞ্জ এর ছাত্র।
তারা দুজনই এতিম। মাদ্রাসা কর্তৃপক্ষ তাদের ভরণপোষণের দায়িত্ব নিয়েছেন। এসআই মনিতোষ বিশ্বাস দারুল হাদিস একাডেমির অধ্যক্ষ হুমায়ুন কবিরের সাথে কথা বলে নিশ্চিত হন শিশু দুটি তারই ছাত্র এবং দারুল হাদিস একাডেমিতে ফিরে যেতে রাজি হলে মাদ্রাসার সহকারী শিক্ষক সুপারভাইজার আলী হায়দারের কাছে তাদেরকে বুঝিয়ে দেন।