বাংলার ভোর প্রতিবেদক
যশোর শহরের হাটখোলা রোড থেকে বার্মিজ চাকুসহ রানা গাজী (১৯) নামে এক উঠতি বয়সের যুবককে আটক করেছে পুলিশ। সে শহরের বারান্দীপাড়া ফুলতলা মোড়ের সেলিম গাজীর ছেলে। এই ঘটনায় পলাতক দুই আসামিসহ তিনজনের বিরুদ্ধে থানায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে।
অপর আসামিরা হচ্ছে, যশোর শহরের খালধার রোড নিকারীপাড়ার কুটি মিয়ার ছেলে ইয়াদ আলী এবং পূর্ব বারান্দীপাড়া বাঁশতলা এলাকার ইনছে ওরফে গাছকাটার ছেলে রসুল ।
সদর পুলিশ ফাঁড়ির এটিএসআই জসিম উদ্দিন জানান, গোপন সূত্রে সংবাদ পেয়ে ১০ মে শুক্রবার রাত পৌনে ৮টার দিকে শহরের হাটখোলা রোডের একটি ভ্যারাইটিস স্টোরের সামনে থেকে রানা গাজীকে আটক করা হয়। পরে রানার কাছ থেকে একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়। রানা তার সহযোগী পলাতক দু’জনের নাম পুলিশের কাছে স্বীকার করেন।