বাংলার ভোর প্রতিবেদক
যশোরে পুলিশ আলাদা অভিযান চালিয়ে মাদক দ্রব্যসহ চারজনকে আটক করেছে। কোতয়ালি থানার এসআই রোকনুজ্জামান জানান, ১০ মে শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার সাতমাইল বাজারের একটি চায়ের দোকানের সামনে থেকে ৩০ পুরিয়া গাঁজাসবহ নুরুল আমিন নামে এক বিক্রেতাকে গ্রেফতার করা হয়। তিনি তীরের হাট কাজীপাড়ার বাসিন্দা।
চাঁচড়া পুলিশ ফাঁড়ির এসআই আব্দুল মালেক জানান, একই দিন বিকেল ৪টার দিকে শহরের চাঁচড়া সার গোডাউনের মোড় থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দু’জনকে আটক করা হয়। এরা হচ্ছে, সদর উপজেলার গোপালপুর গ্রামের সাফাত আরিফ অন্তর এবং শহরের রেলগেট এলাকার হোসেন আলী ওরফের মরা।
উপশহর পুলিশ ফাঁড়ির উপশহর পুলিশ ফাঁড়ির এসআই কামাল হোসেন জানান, ১০ মে শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপশহর পার্কের পাশ থেকে ৫০ পুরিয়া গাঁজা ও গাঁজা বিক্রির ২ শ’ ২০ টাকাসহ স্বপন ওরফে বুদারু নামে একজনকে আটক করা হয় সে সদর উপজেলার কিসমত নওয়াপাড়ার লাবু মাস্টারের বাড়ির ভাড়াটিয়া আজিজার রহমানের ছেলে।