ভি পি ইলিয়াস, ঝিকরগাছা
এবার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশে যশোর জেলা শহরের সেরা ১০ স্কুলের মধ্যে ঝিকরগাছা উপজেলার বদর উদ্দীন মুসলিম (বিএম) হাই স্কুল তৃতীয় স্থান দখল করেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যশোর সরকারি বালিকা বিদ্যালয় থেকে ২৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে ২৫৩ জন পাশ করেছে। এদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১৮০, এ পেয়েছে ৬৪, এ- ৮ এবং সি পেয়েছে ১ জন। পাশের হার শতকরা ৯৯:৬০ভাগ।
যশোর সরকারি জিলা স্কুল থেকে ২৫২ জনের মধ্যে পাস করেছে ২৪৮ জন। এদের মধ্যে ১৭১জন জিপিএ ৫ পেয়েছে, এ পেয়েছে ৬৯ জন, এ- ৬ জন এবং বি ২ জন। পাশের হার শতকরা ৯৮:৪২ ভাগ।
ঝিকরগাছা উপজেলার বদর উদ্দীন মুসলিম (বিএম) হাই স্কুল থেকে ২৯২ জনের মধ্যে সকলেই পাশ করেছে। এদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১৩১ জন, এ পেয়েছে ১৩৯ জন, এ- পেয়েছে ২ জন। পাসের হার শতকরা ১০০ ভাগ।
আকিজ কলেজিয়েট স্কুল থেকে ১৩৭ জনের মধ্যে সকলেই পাশ করেছে। এদের মধ্যে ১৩১ জন জিপিএ ৫ এবং এ পেয়েছে ২০ জন। পাশের হার শতভাগ।
দাউদ পাবলিক স্কুল থেকে ১৩৪ জনের মধ্যে সকলেই পাস করেছে। এদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১০৩ জন, এ পেয়েছে ৩০ জন এবং এ- পেয়েছে ১ জন। পাশের হার শতভাগ।
বি এ এফ শাহীন কলেজ থেকে ১৬৮ জনের মধ্যে সকলেই পাস করেছে। এদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৮২ জন, এ পেয়েছে ৭৮ জন এবং এ- পেয়েছে ৮ জন। পাশের হার শতভাগ।
যশোর বোর্ড স্কুল থেকে ১৬১ জন পরীক্ষার্থীর মধ্যে সকলেই পাশ করেছে। এদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৮০ জন, এ পেয়েছে ৫৭ জন, এ- ১৭ জন, বি ৬ জন এবং সি ১ জন। পাসের হার শতভাগ।
যশোর পুলিশ লাইন স্কুল থেকে ৮৫ জনের মধ্যে ৮৪ জন পাশ করেছে। এদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৮০ জন এবং এ পেয়েছে ৪ জন। পাসের হার শতকরা ৯৮:৮২ ভাগ।
চৌগাছা সরকারি পাইলট স্কুল থেকে ১৬৪ জনের মধ্যে ১৬৩ জন পাশ করেছে। এদের মধ্যে জিপি
এ ৫ পেয়েছে ৭৮ জন, এ পেয়েছে ৬৯ জন, এ- পেয়েছে ১১ জন এবং বি পেয়েছে ৫ জন। পাশের হার শতকরা ৯৯:৩৯ ভাগ।
ঝিকরগাছা উপজেলার ঝিকরগাছা পাইলট বালিকা বিদ্যালয় থেকে ১৪১ জন পরীক্ষার্থীর মধ্যে ১৪০ জন পাস করেছে। এদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৭৬ জন, এ পেয়েছে ৬৩ জন, এ- পেয়েছে ১ জন। পাশের হার শতকরা ৯৯:২৯ ভাগ।
জেলাকে টপকে উপজেলা পর্যায়ের স্কুল হিসেবে ঝিকরগাছা বদর উদ্দীন মুসলিম (বিএম) হাইস্কুল জেলা শহরের শীর্ষ স্কুলগুলোর মধ্যে তৃতীয় হওয়ায় ঝিকরগাছাবাসী আনন্দ প্রকাশ করেছেন। এ ব্যাপারে ঝিকরগাছা বিএম হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সামাদ অভিব্যক্তি প্রকাশ করে বলেন, স্কুলটি গিরিখাদের কিনার থেকে আজ আকাশ ছুঁতে চলেছে। এসবই আল্লাহর অশেষ রহমতে শিক্ষক মন্ডলী, ছাত্র-ছাত্রী, অভিভাবকের অবদান। এই স্কুলটি এখন ঝিকরগাছাবাসীর অহংকার।