কেশবপুর পৌর প্রতিনিধি
স্থানীয়ভাবে ছোটোখাটো বিরোধ নিস্পত্তি করতে পারে গ্রাম আদালত। উচ্চ আদালতের মামলা জট কমিয়ে আনার জন্য গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত মামলা গ্রাম আদালতের মাধ্যমে নিস্পত্তি করা যেতে পারে।
রোববার কেশবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) উদ্যোগে ইউপি চেয়ারম্যান, সদস্য ও সচিবদের দুইদিনব্যাপী ‘স্থানীয় সম্পদ আহরণ ও বাজেট ব্যবস্থাপনা’ শীর্ষক কোর্সের আলোচনায় যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) রফিকুল হাসান এসব কথা বলেন।
তিনি আরও বলেন, গ্রাম আদালত সরকারের আইনি আদালত। এ কারণে তিনি গ্রাম আদালতে এখতিয়ারভুক্ত মামলা গ্রহণ, আইন ও বিধি অনুযায়ী গ্রাম আদালত পরিচালনা, মামলা নি®পত্তি, মামলার নথি সংরক্ষণ ও সকল রেজিস্টার আপডেট করার নির্দেশ প্রদান করেন। এ ছাড়া উপজেলার সব ইউনিয়নে সাপ্তাহিক গ্রাম আদালতের মামলার শুনানী করা এবং গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে এলাকায় প্রচার-প্রচারণাসহ বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের কার্যক্রমের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
‘স্থানীয় সম্পদ আহরণ ও বাজেট ব্যবস্থাপনা’ শীর্ষক কোর্সে আলোচনা করেন, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিউটের উপপরিচালক খন্দকার মো. মাহবুবুর রহমান, কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কোর্স পরিচালক তুহিন হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও কোর্স সমন্বয়কারী তানভীর হোসেন। এ সময় বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যান, সদস্য ও সচিব উপস্থিত ছিলেন।