বাংলার ভোর প্রতিবেদক
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য যশোরের সদর, বাঘারপাড়া ও অভয়নগর উপজেলার তিনটি পদের প্রার্থীদের মাঝে আজ প্রতীক বরাদ্দ দেয়া হবে। জেলা সিনিয়র নির্বাচন কার্যালয়ের মিলনায়তনে সকাল ৯টা থেকে দুপুর দুইটা পর্যন্ত বৈধ প্রার্থীদের মাঝে বরাদ্দকৃত প্রতীক বরাদ্দ দেবেন কার্যালয়ের সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আনিচুর রহমান। এর আগে, রোববার ছিলো প্রার্থীদের প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। এদিন শুধুমাত্র অভয়নগর উপজেলায় চেয়ারম্যান পদে সাবেক হুইপ আব্দুল ওহাবের ছেলে শেখ আবরারুল হক কাফি সম্রাট তার প্রার্থীতা প্রত্যাহার করে নেন। এছাড়া বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন অভয়নগর উপজেলার ভাইস চেয়ারম্যান পদে আখতারুজ্জামান তারু। উপজেলা তিনটিতে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ হবে আগামী ২৯ মে।
সদর উপজেলাতে বৈধ প্রার্থীরা হলেন, যশোর সদর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, ব্যবসায়ী ও যুবলীগ নেতা তৌহিদ চাকলাদার, সদর উপজেলা যুবমহিলা লীগ নেত্রী ফাতেমা আনোয়ার, বর্তমান ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম জুয়েল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ ও সদর উপজেলা পরিষদের প্রয়াত চেয়ারম্যান নুরজাহান ইসলাম নীরা ছেলে আনম আরিফুল ইসলাম।
ভাইস চেয়ারম্যান পদে জেলা যুবলীগ নেতা কামাল খান, সাবেক ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ বিপুল, যুবলীগ নেতা মনিরুজ্জামান, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান কবীর শিপলু, যুবলীগ নেতা জাহিদুর রহমান। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা মিলি, বাশিনুর নাহার ও শিল্পী খাতুন।
যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদ নিবার্চনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা হাসান আলী, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুল কবীর বিপুল ফারাজি, উপজেলা যুবলীগের আহবায়ক রাজিব কুমার রায়, জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা বাদশা ও মাছুম রেজা খাঁন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন নারিকেলবাড়ীয়া ইউনিয়ন
আওয়ামী লীগের সহ সভাপতি আসাদুজ্জামান, বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল হুসাইন, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক এনায়েত হোসেন লিটন , উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহ জালাল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য তাওহিদুর রহমান, বাঘারপাড়া বণিক সমিতির সভাপতি জয়নাল আবেদিন ও জহুরপুর ইউনিয়ন আওয়ামী লীগনেতা গোলাম ছরোয়ার। এছাড়া নারী ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান বিথিকা বিশ্বাস, মহিলা লীগের সাধারণ সম্পাদক শামছুন নাহার লিমা, ধলগ্রাম ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি রেকসোনা খাতুন ও সাবেক ভাইস চেয়ারম্যান দিলারা জামান।
এদিকে, অভয়নগর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান, রাজঘাট-নওয়াপাড়া শিল্পাঞ্চল শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রবীন অধিকারী ব্যাচা। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মিনারা পারভীন, লায়লা খাতুন ও ডা. সাফিয়া খাতুন। উপজেলা ভাইস চেয়ারম্যান পদে বৈধ প্রার্থী একজন হওয়ায় আকতারুজ্জামান তারু বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।