বাংলার ভোর প্রতিবেদক
যশোরে চাতাল শ্রমিক মেশকাত হত্যাকাণ্ডের অন্যতম আসামি শাহীনকে আটক করেছে ডিবি পুলিশ। রোববার রাতে যশোর শহরের শংকরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আটক শাহীন সাতক্ষীরা জেলার সদর থানার ঝাউডাঙ্গা এলাকার নুর মোহাম্মদের ছেলে।
সোমবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে যশোর ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার জানান, পাবনার ভাঙ্গুরা উপজেলার শ্রীপুর গ্রামের নিজাম প্রামাণিকের ছেলে মেশকাত যশোরের পদ্মবিলায় ইলা অটো রাইস মিলের শ্রমিক হিসেবে কাজ করতেন। গত বৃহস্পতিবার সকালে যশোরের মণিরামপুর উপজেলার জোকা কমলপুর গ্রামের ঈদগাহ সংলগ্ন একটি ধানক্ষেতে থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এরপর ডিবি পুলিশ তার পরিচয় সনাক্ত ও হত্যার কারণ উদঘাটনে তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে সাতক্ষীরা সদর ও আশাশুনিতে অভিযান চালিয়ে রিক্তা পারভীন ও নিজাম সরদার নামে দুইজনকে অটক করা হয়। তাদের দেয়া স্বীকারোক্তিতে অভিযুক্ত শাহীনকে সনাক্ত করা হয়। এরপর তথ্যপ্রযুক্তির সহায়তায় রোববার রাতে যশোর শহরের শংকরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
শাহীন জানিয়েছে, মেশকাতের সঙ্গে নাজমা নামে এক মেয়ের অবৈধ সম্পর্ক ছিল। এক বছর আগে নাজমা সৌদি আরব চলে যায়। সেখান থেকে নিয়মিত মেশকাতকে টাকা পাঠালেও আস্তে আস্তে কথা বলা বন্ধ করে দেন। এতে ক্ষিপ্ত হয়ে মেশকাতকে হত্যার পরিকল্পনা করে নাজমা। এরপর মেশকাতকে হত্যার জন্য নাজমা তার পরিচিত রিক্তাকে দায়িত্ব দেয়। রিক্তার সহায়তায় সে এই হত্যাকাণ্ড ঘটায়। আসামির কাছ থেকে মেশকাতের হত্যায় ব্যবহৃত চাকু ও ঘুমের ওষুধ জব্দ করা হয়েছে।