ভ্রাম্যমাণ প্রতিনিধি
মণিরামপুরে সাবেক ছাত্রলীগ নেতা আব্দুর রব দূরারোগ্য ব্যধিতে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহী…..রাজিউন)। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার কোন্দপপুর গ্রামের নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখেছেন। তার মৃত্যুর খবর শুনে শোকাহত পরিবারের বাড়িতে গিয়ে খোঁজ-খবর নেন যশোর-৫ আসনের সংসদ সদস্য এসএম ইয়াকুব আলী। এরপর এমপি তার পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা প্রদানসহ শোকাবহ পরিবারের প্রতি সমবেদনা জানান।
এ সময় এমপির সাথে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান সন্দীপ ঘোষ, ভোজগাতী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম মোড়ল, খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিলন প্রমুখ। এদিন আছরবাদ পারিবারিক কবরস্থানে আব্দুর রবের দাফন সম্পন্ন করা হয়।