বাংলার ভোর প্রতিবেদক
যশোর সদর উপজেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন চেয়ারম্যান প্রার্থী তৌহিদ চাকলাদার ফন্টু। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব যশোরে তিনি সাংবাদিকদের সাথে এ মতবিনিময় করেন।
মতবিনিময়কালে তিনি সদর উপজেলাকে স্মার্ট উপজেলায় রূপান্তরের প্রতিশ্রুতি দেন। একই সাথে উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের অসমাপ্ত কাজ সম্পন্ন করার প্রুতিশ্রুতি দেন। শাহীন চাকলাদারের চাচাতো ভাই তৌহিদ চাকলাদার ফন্টু।
নেতাকর্মীদের ভাষ্য- সদর উপজেলার চেয়ারম্যান পদ ছেড়ে শাহীন চাকলাদার কেশবপুরের সংসদ সদস্য নির্বাচিত হন। এতে উপজেলায় তাঁর একক আধিপত্যে ভাটা পড়তে। গত জানুয়ারিতে দ্বাদশ সংসদ নির্বাচনে কেশবপুরে দলীয় মনোনয়ন পেলেও স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যান শাহীন চাকলাদার। সদরের পর কেশবপুরও ছাতছাড়া হওয়াতে রাজনৈতিক অস্তিত্বের সংকটে পড়েন শাহীন। তাই নিজের অস্তিত্ব রক্ষার লড়াই হিসেবে বেছে নিয়েছেন সদর উপজেলা পরিষদ নির্বাচন। এখন তিনি পুরোদমে সদরের রাজনীতিতে মনোনিবেশ করেছেন।
তারই প্রথম ধাপ হিসেবে উপজেলার চেয়ারে বসাতে চান তারই চাচাতো ভাই তৌহিদ চাকলাদার ফন্টুকে। নির্বাচনে তিনি মোটরসাইকেল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তৃতীয় ধাপে ২৯ মে যশোর সদর উপজেলা পরিষদের নির্বাচনে ভোট গ্রহণ করা হবে। এখানে ফন্টুসহ চেয়ারম্যান পদে সাত প্রার্থী রয়েছেন। তারা হলেন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম (জুয়েল) ও জেলা যুব মহিলা লীগের নেত্রী ফাতেমা আনোয়ার, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহারুল ইসলাম ও সাবেক ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম হিরা। সবাই বরাদ্দকৃত প্রতীক নিয়ে প্রচারণা চালাচ্ছেন।
প্রচারণার অংশ হিসাবে মঙ্গলবার দুপুরে যশোর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তরুণ শিল্প উদ্যোক্তা, ক্রীড়া সংগঠক ও সমাজসেবী তৌহিদ চাকলাদার ফন্টু। তিনি বলেন, ‘গ্রাম হবে শহর’ প্রধানমন্ত্রীর এই ভিশন বাস্তবায়নের পাশাপাশি রাস্তা-ঘাটসহ সকল উন্নয়ন কাজ স্বচ্ছতার সাথে বাস্তবায়ন ও বেকারদের কর্মসংস্থান সৃষ্টির জন্য তিনি উদ্যোগ গ্রহণ করবেন।
তৌহিদ চাকলাদার ফন্টু আরও বলেন, আমার বড় ভাই জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার দীর্ঘদিন সদর উপজেলার চেয়ারম্যান ছিলেন। তার সময়ে সদর উপজেলায় অনেক উন্নয়ন হয়েছে। কিন্তু তিনি যখন সংসদ সদস্য হয়ে সদর উপজেলা থেকে সরে যান, তখন এই উপজেলার উন্নয়নের গতি স্তিমিত হয়ে পড়ে। উপজেলায় অনেক উন্নয়ন কাজ বাকি রয়েছে। নির্বাচিত হলে সেই উন্নয়নের গতি আবারও ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে তিনি উপজেলাবাসীর কাছে ভোটপ্রার্থনা করেছেন। একই সাথে নির্বাচনে বিজয়ী হলে তিনি যশোরে যানজট, মাদক, চাঁদাবাজ, চোর-ডাকাত ও কিশোর গ্যাংয়ের উপদ্রব নির্মূলে ভূমিকা রাখবেন বলেও জানান।
মতবিনিময়কালে বক্তব্য দেন, নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক অ্যাড. মোশারফ হোসেন, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সুলতান মাহামুদ বিপুল ও মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জ্যোৎস্না আরা বেগম মিলি।