কেশবপুর প্রতিনিধি
ওয়েব ফাউন্ডেশন এডভোকেসি নেটওয়ার্ক কমিটির শিখন বিনিময় কর্মশালা যশোর গ্রান্ড দরবার সম্মেলন কক্ষে মঙ্গলবার সকাল ১০টায় শুরু হয় শেষ হয় বিকেল ৫টায়।
ক্রিশ্চিয়ান এইড, বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি, ওয়েব ফাউন্ডেশন খুলনা বিভাগীয় সমন্বয়কারী খালেদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়েব ফাউন্ডেশন যশোর জেলা ওয়েব ফাউন্ডেশন এএনসি কমিটির সমন্বয়ক দুঃস্থ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থা কেশবপুর পরিচালক হারুনার রশীদ। কর্মশালায় উপস্থিত বক্তাগণ ওয়েভ ফাউন্ডেশন প্রতিষ্ঠার শুরু থেকেই একটি ন্যায্য ও সমৃদ্ধ সমাজ প্রতিষ্ঠার রূপকল্প নিয়ে যাবতীয় কার্যক্রম পরিচালনা করে আসছে।
কর্মশালায় উপস্থিত ছিলেন যশোর এনজিও সমন্বয় কমিটির সমন্বয়ক শাহজাহান নান্নু, শাহনাজ পারভিন, সিরাজুল ইসলাম এএনসি কমিটি কেশবপুর উপজেলা শাখা, অধ্যাপক কওছার আলী সভাপতি এএনসি কমিটি শার্শা, অখিল কুমার চক্রবর্তী সাধারণ সম্পাদক এএনসি কমিটি যশোর সদর উপজেলা, মফিজুর রহমান সাধারণ সম্পাদক এএনসি কমিটি শার্শা উপজেলা প্রমুখ।