কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুরে জিওবি-ইউনিসেফ প্রকল্পের আর্সেনিক ঝুঁকি নিরসনে কমিউনিটির সক্ষমতা বৃদ্ধি এবং সকলের জন্য নিরাপদ পানি নিশ্চিতকরণে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এনভায়রনমেন্ট অ্যান্ড পপুলেশন রিসার্চ সেন্টারের (ইপিআরসি) উদ্যোগে উপজেলা পর্যায়ে ওই প্রকল্প অবহিতকরণ কর্মশালার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তুহিন হোসেনের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন, উপসহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) রায়হান আহমেদ বাপ্পি, ইপিআরসি’র প্রোগ্রাম পরিচালক তোফায়েল আহমেদ, ইউনিসেফের ওয়াশ কনসালটেন্ট জাহিদ আলম, ডা. সৌমেন বিশ্বাস, সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, মজিদপুর ইউনিয়ন পরিষদের সচিব আবুল হোসেন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ইপিআরসি’র এরিয়া ম্যানেজার মহিদুল ইসলাম প্রামানিক। এ প্রকল্পটি উপজেলার কেশবপুর সদর, মঙ্গলকোট, মজিদপুর ও সাগরদাঁড়ি ইউনিয়নে বাস্তবায়ন হচ্ছে।