নড়াইল সংবাদদাতা
নড়াইলে জয় গোস্বমী (১৭) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।
বুধবার দুপুরে শহরের রূপগঞ্জ বাজারের বাহার প্লাজা ভবনের ৫ তলায় লিংটনের সাথে ঝুলে থাকা অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত জয় গোস্বামী নড়াইল পৌরসভার বাহিরডাঙ্গা এলাকার পরিমল গোস্বামীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জয় গোস্বামী একটি মেয়েকে ভালোবাসতো। কিন্তু ওই মেয়ে
অন্য এক ছেলেকে ভালোবাসে সেই কারণে অভিমান করে এ আত্মহত্যা করে।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ওই যুবকের লাশ উদ্ধার করে লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।