কেশবপুর পৌর প্রতিনিধি
যশোরের কেশবপুরে চারুপীঠ একাডেমির উদ্যোগে শুক্রবার বিকেলে চিত্রাংকন উৎসব অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ওই চিত্রাংকন উৎসবের আয়োজন করা হয়।
চারুপীঠ একাডেমির পরিচালক উৎপল দের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, চারুপীঠ একাডেমির সহকারী পরিচালক শ্রাবন্তী রায়, মৌসুমী সরকার, সহসভাপতি শিক্ষক মাসুম বিল্লাহ, ইউপি সদস্য শাহনাজ পারভীন, মেরিন ইঞ্জিনিয়ার ফরহাদ হোসেন খান, শিক্ষক জুলফিকার আলী, শিক্ষক শংকর দাস, শিক্ষক পপি ঘোষ, প্রশিক্ষক মলয় বিশ্বাস, শ্রাবণী সাহা, স্বর্ণা অধিকারী প্রমুখ।
চিত্রাংকন উৎসবে বিভিন্ন গ্রুপে ২৮৬ জন শিক্ষার্থী অংশ নেয়। এর ভেতর ৪২ জন বিজয়ী শিক্ষার্থীকে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।