কেশবপুর প্রতিনিধি
যশোরের কেশবপুর উপজেলার ৩ নং মজিদপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য (গ্রাম্য ডাক্তার) সাইফুল ইসলাম ফকিরের বিরুদ্ধে অন্যের স্ত্রীকে নিয়ে লুকিয়ে রাখার অভিযোগ উঠেছে। এ বিষয়ে আবু মুছা গাজী (ডিস মুছা) কেশবপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, আবু মুছা গাজীর স্ত্রী রহিমা বেগমের গ্রাম্য ডাক্তার হওয়ার সুবাধে ইউপি সদস্য সাইফুল ইসলাম ফকিরের সাথে মুছার স্ত্রীর সাথে সু-সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে গত ১৮ এপ্রিল গত ১৮ এপ্রিল মুছার ছোট কন্যা সন্তানসহ স্ত্রীকে নিয়ে অন্যত্র চলে যায় এবং তাকে লুকিয়ে রেখেছে। গত একমাস ধরে সমাধানের চেষ্টা চললেও কোন সুফল না আসাতে আবু মুছা ১৮ মে কেশবপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। এ বিষয়ে ইউপি সদস্য (গ্রাম্য ডাক্তার) সাইফুল ইসলাম ফকিরের কাছে জানতে চাইলে তিনি বলেন আমি সবসময় আমার নিজ বাড়িতে অবস্থান করছি। উপরোক্ত অভিযোগের বিষয়ে আমি কিছুই জানি না। অভিযোগের বিষয়ে কেশবপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল আলম বলেন তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, মুছা রহিমার ২৪ বছরের দাম্পত্য জীবনে ১৫ বছরের উপরে দুই ছেলে ও ৫ বছরের এক কন্যা সন্তান রয়েছে।