বাংলার ভোর প্রতিবেদক
যশোরে জমি দখলের অপচেষ্টা প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন শহরের বারান্দীপাড়ার শেখ শামসুর রহমান। তিনি শনিবার বেলা ১২ টায় যশোর প্রেসক্লাবের আর এম সাইফুল আলম মুকুল অডিটরিয়ামে এই সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২২ মে কতিপয় ব্যক্তি ৩৫ শতক জমির বিষয়ে সংবাদ সম্মেলন করেন। সেখানে সকল মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য উপস্থাপন করা হয়।
তিনি বলেন, শহরতলী খোলাডাঙ্গা মৌজার এসএ খতিয়ান ৪৭৬, আর এস খতিয়ান ৬১৩, এস এ দাগ ২৫৯, আর এস দাগ ৭৬২ নম্বরে নালিশি জমি রয়েছে ৩৫ শতক। এই জমির রেকর্ডিয় মালিক আব্দুল জব্বার গাজী।
তিনি ১৯৬৩ সালে ছেলে আব্দুল আজিজের নামে দানপত্র করে দেন। এই দানপত্র দলিল ২৫৯ দাগের আর এস রেকর্ড ভুল হওয়ার কারণে রেকর্ড সংশোধনের জন্য কোর্টে এলএসটি মামলা করেন আজিজ।
তার মৃত্যুর পর তার ওয়ারেশরা মামলা পরিচালনার জন্য শেখ শামসুর রহমান ও বখতিয়ার রহমানকে পাওয়ার অব এটর্নি দেন। তারা পাওয়ার অব এটর্নি পাওয়ার পর মামলা পরিচালনা করতে থাকেন। ২০২২ সালের ১৪ আগস্ট আদালত তাদের পক্ষে রায় প্রদান করে।
যার আদেশ নং ৭। যে আদেশের বুনিয়াদে নামপত্তন ও খাজনা খারিজ এবং যার সংশোধিত খতিয়ান নম্বর ৩৪০৪। কিন্তু এবি জাকারিয়া ও শিবলি নোমান নামে দুই ব্যক্তি আমাদের নামে হাইকোর্টে রিট দাখিল করে। হাইকোর্ট চলতি বছরের ২৫ জানুয়ারি আমাদের পক্ষে রায় প্রদান করে।
জাকারিয়া গংয়ের রিট খারিজ হওয়ার পর ২২ মে ভুয়া কাগজপত্র উপস্থাপন করে আমাদের বিরুদ্ধে মিথ্যা, বনোয়াট ও ভিত্তিহীন সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বখতিয়ার রহমান, আবদার হোসেন, জাহিদুল ইসলাম সেলিম, সাজ্জাদ হোসেন রিপন, আজিজুল ইসলাম রোমেল ও আলমগীর মেম্বার প্রমুখ।