বাংলার ভোর প্রতিবেদক
যশোরে মিকাইল হোসেন নামে এক লিচু ব্যবসায়ীকে চাঁদার দাবিতে আটকে রেখে মারপিট ও এক লাখ টাকা লুটের ঘটনায় দুইজনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।
আটক দু’জন হলেন, সদর উপজেলার বহলনগর গ্রামের মহাসিন সরদার (৫০) এবং ওহিদুল পাটোয়ারী (৩৫)। ভিকটিম মিকাইল হোসেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মাঝদিয়া গ্রামের বাসিন্দা। এই ঘটনায় মিকাইলো স্ত্রী শিরিনা খাতুন আটক দুইজনসহ চারজনের নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় মামলা করেছেন।
পলাতক আসামিরা হলো, বহলনগর গ্রামের সাজেদুল ইসলাম ওরফে আলী রাজ এবং আবেদ আলী পাটোয়ারী ।
এজাহারে শিরিনা খাতুন উল্লেখ করেছেন, তার স্বামী যশোর শহরে লিচুর ব্যবসা করেন। গত ২৯ মে তিনি লিচু নিয়ে সদরের ফুলতলা বাজারে যান। বাড়ি ফেরার সময় রাত ৮টার দিকে আসামিরা তার স্বামীকে অপহরনে করে অজ্ঞাত স্থানে আটকে রাখে। এবং তার কাছে চাঁদা স্বরুপ দুই লাখ টাকা দাবি করে। টাকা দিতে না চাইলে তাকে মারপিট করা হয়। পরে তার কাছে থাকা লিচু বিক্রির এক লাখ টাকা কেড়ে নেয়। বাকি টাকার জন্য চাপ দিতে থাকে। সে সময় তার স্বামী তাকে ফোন করে বিষয়টি জানায়। সে সময় তিনি ৯৯৯ নম্বরে কল করলে পুলিশ ফুলতলা বাজারে যায়। কিন্তু আসামিরা পালিয়ে যায়। তবে পরদিন তার স্বামীকে উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় থানায় একটি মামলা হয়।
কোতয়ালি থানার এসআই রেজাউল ইসলাম জানিয়েছেন, বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে পুলিশ বহলনগর গ্রামের বাড়ি থেকে আসামি মহাসিন সরদার ও ওহিদুল পাটোয়ারীকে আটক করা হয়।