বাংলার ভোর প্রতিবেদক
যশোর জেলা পরিবহণ সংস্থা শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সংগঠনের প্রধান কার্যালয়ে দ্বিতীয়তলায় নব-নির্বাচিত কমিটির ১৭ সদস্যকে শপথ বাক্যপাঠ করান প্রধান অতিথি নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও জেলা আইনজীবি সমিতি সভাপতি এ্যাড. আবু মোর্ত্তজা ছোট।
নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, সদ্য বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক সেলিম রেজা মিঠু। জেলা পরিবহণ সংস্থা শ্রমিক ইউনিয়নের সদ্য বিদায়ী কমিটির সভাপতি আজিজুল আলম মিন্টুর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শেখ হারুনার রশিদ ফুলুর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, নির্বাচন পরিচালনা কমিটি সদস্য ও জেলা বিএনপি সদস্য সচিব এ্যাড. সাবেরুল হক সাবু, নির্বাচন পরিচালনা কমিটি সদস্য ও ওয়ার্কার্স (মাকস্বাদী) পার্টির নেতা তসলিমুর রহমান, নির্বাচন পরিচালনা কমিটি সদস্য ও জাতীয় পার্টির সদস্য সচিব মুফতি ফিরোজ শাহ্, জেলা পরিবহণ সংস্থা শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি শাহাজান গামা।
শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নবনির্বাচিত কমিটির সভাপতি মামুনুর রশিদ বাচ্চু, সহ-সভাপতি রবিউল ইসলাম লবিন, আবু হাসান, রতন অধিকারী, সাধারণ সম্পাদক মোর্তজা হোসেন, যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম মিন্টু গাজী, সহ সাধারণ সম্পাদক হারুনার রশিদ ফুলু ও কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, প্রচার সম্পাদক আব্দুর রহমান মিন্টু, কোষাধ্যক্ষ কামাল হোসেন, কার্যকরী সদস্যের রবিউল ইসলাম, মোহাম্মদ আলী, তরিকুল ইসলাম, আব্দুর রউফ, শহিদুজ্জামান, জাহাঙ্গীর হোসেন।