বাংলার ভোর প্রতিবেদক
মণিরামপুরের যুবলীগ নেতা প্রভাষক উদয় শংকর হত্যা মামলায় পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির সেকেন্ড ইন কমান্ড সাইফুর আলম ওরফে আলম মেম্বরের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বর্ণালি রাণী আসামির রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দিয়েছেন। আলম মেম্বর অভয়নগরের দত্তকাটি গ্রামের বাসিন্দা।
মামলার অভিযোগে জানা গেছে, পাচাকড়ি গ্রমের উদয় শংকর বিশ্বাস ইউনিয়ন যুবলীগের সভাপতি ও টেকেরঘাট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি ও নেহালপুর স্কুল এন্ড কলেজের প্রভাষক ছিলেন। ২০২৩ সালের ১৬ অক্টোবর সকালে তাকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।
মামলার তদন্তে আলম মেম্বরের এ হত্যার সাথে জড়িত থাকার বিষয়টি উঠে আসে। পুলিশ তাকে আটক দেখিয়ে আলম মেম্বরের ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। বৃহস্পতিবার আসামি আলম মেম্বরের রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।