নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ
ঝিনাইদহের কালীগঞ্জ খাদ্য গুদামে সরকার নির্ধারিত মূল্যে উপজেলার প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান না নিয়ে সিন্ডিকেটের মাধ্যমে ধান কেনার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মহেশপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মান্নান আলীকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠনা করা হয়েছে।
গত ২৫ জুন দৈনিক বাংলার ভোরে ‘কালীগঞ্জ খাদ্য গুদামে ঢুকছে সিন্ডিকেটের ধান’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর এই তদন্ত কমিটি গঠন করা হয়। প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার পর থেকে টনক নড়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসের।
তদন্ত কমিটির প্রধান ও মহেশপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মান্নান আলী জানান, পত্রিকায় যেদিন সংবাদ প্রকাশিত হয়েছে ওই দিন তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে তিনি ছাড়াও বাকি দুইজন সদস্য রয়েছেন। আগামী তিন কার্য দিবসের মধ্যে তদন্ত কমিটির প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিতে বলা হয়েছে।
তিনি আরো বলেন, ইতিমধ্যে তদন্ত কমিটির কাজ শুরু হয়েছে। বুধবার তারা কালীগঞ্জ খাদ্য গুদামে গিয়ে অনেকের বক্তব্য নিয়েছেন।
উল্লেখ্য, গত ২৪ জুন সকাল সাড়ে ৯ টার দিকে মোবারকগঞ্জ চিনিকলের পিছনে জঙ্গলের মধ্যে থাকা ঢাকা মেট্রো-ট-২০-৭৭০৩ নম্বরের একটি ট্রাক থেকে খাদ্য অধিদপ্তরের স্টিকার লাগানো বস্তা নামানো হচ্ছে।
৪৫০ বস্তা ধান নড়াইল থেকে আনা হয়েছে। সেখান থেকে ট্রলিতে করে কালীগঞ্জ উপজেলা খাদ্য গুদামে প্রবেশ করানো হয়। এ সময় জঙ্গলের মধ্যে প্রায় ৪০০টি খাদ্য অধিদপ্তরের স্টিকার লাগানো বস্তা পড়ে থাকতে দেখা যায়।