বাংলার বোর প্রতিবেদক
রোববার সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা শুরু হয়েছে। আগামী ১৫ জুলাই উল্টো রথের মাধ্যমে শেষ হবে এ উৎসব। রথযাত্রা উদযাপনে যশোরের বিভিন্ন সর্বজনীন এবং ব্যক্তিগত মন্দির ও মন্ডপে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়।
আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ইসকনের আয়োজনে চাঁচড়া দশমহাবিদ্যা মন্দির থেকেও রওনা হয় রথ। এছাড়াও যশোর রামকৃষ্ণ আশ্রম মিশন, ঝুমঝুমপুর সুবোল দাসের মন্দিও, বিসিক এমই সি ফুড মন্দিরসহ শহরের বিভিন্ন পাড়া মহল্লার মন্দির এবং ব্যক্তিগত মন্দিও ও মণ্ডপে রথের দড়িতে টান ও বিশেষ পূজা, পাঠ, কীর্তনাদি অনুষ্ঠিত হয়।
আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়াতে অনুষ্ঠিত হয় রথযাত্রা। সাত দিন বা নয়দিন পর উল্টোরথের মাধ্যমে শেষ হয় আনুষ্ঠানিকতা। এটি সনাতন ধর্ম পালনকারীদের ধর্মীয় উৎসব।
যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ স্বামী জ্ঞানপ্রকাশানন্দসহ অন্যরা বিকেল সাড়ে চারটায় আশ্রম আঙ্গিনায় রথের টানের আনুষ্ঠানিক আরম্ভ করেন। যশোর বিসিক এম ইউ সি ফুডস লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক শ্যামল দাস সিআইপির উদ্যোগে রথযাত্রার উদ্বোধন করেন পরিচালক অঞ্জলী দাস। বিসিক থেকে রথ পরিক্রমা শুরু হয়ে বেজ পাড়া মেঠোপাড়ায় বাসু দত্তের বাড়িতে শেষ হয়। এদিকে শহরের সবথেকে বড় পরিসরে রথের পরিক্রমা হয়েছে চাঁচড়া দশমহাবিদ্যা মন্দির থেকে। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রথ। ইসকনের এ আয়োজনের নেতৃত্ব দেন অপার গোবিন্দ দাস। বিভিন্ন স্থানের এ আয়োজন নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী ছিল বিশেষ তৎপর। বিভিন্ন মন্দির পরিদর্শন করেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিপংকর দাস রতন, সাধারণ সম্পাদক তপন ঘোষসহ অন্যান্য নেতৃবৃন্দ।