কালিগঞ্জ (সাতক্ষীরা) সংবাদদাতা
কালিগঞ্জের পল্লীতে রাতের আঁধারে আগাছানাশক কীটনাশক দিয়ে ২০ কেজি ধানের চারার একটি বীজতলা ঝলসে দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে, কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামে।
রোববার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পাশাপাশি দুই প্লট জমির ওপর লাগানো ধানের বীজতলার মধ্যে এক প্লট চারা নষ্ট হয়ে রয়েছে। ধানের সবুজ রঙ এর চারাগুলো ধুসর হলুদ রঙ হয়ে মরে যাচ্ছে। বীজতলার ধানের চারার সাথে সাথে ঘাস লতা-পাতাও পুড়ে গেছে।
ক্ষতিগ্রস্ত বীজতলার ও জমির মালিক কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শংকরপুর গ্রামের আব্দুর রহমান কাগুচী বলেন, আমার জমিতে বর্ষার মৌসুমি ধান রোপণের জন্য ৩১ কেজি বীজ ধান দুই প্লটে ফেলি। হঠাৎ করে শনিবার একটি প্লটের বীজতলায় রং পরিবর্তন হয়।
ক্ষতিগ্রস্ত চাষি বলেন, আমি সকালে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্য ফজলুল রহমান গাজীকে মৌখিকভাবে জানিয়েছি।