বাংলার ভোর প্রতিবেদক
কোটা আন্দোলনের নামে নৈরাজ্য ও সন্ত্রাস সৃষ্টি প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণ থেকে দলের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের নেতৃত্ব মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এর আগে শহরের বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতাকর্মী এসে সমাবেত হয় গাড়িখানা সড়কস্থ দলীয় কার্যালয়ে।
মিছিলে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি হুমায়ুন কবির কবু, সদর উপজেলা চেয়ারম্যান তৌহিদ চাকলাদার ফন্টু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মাহমুদ হাসান বিপু, জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক অহিদুল ইসলাম তরফদার, সদস্য আনোয়ার হোসেন মোস্তাক, অধ্যাপক মোয়াজ্জেম হোসেন, সামির ইসলাম পিয়াস, আওয়ামী লীগ নেতা মারুফ হোসেন খোকন, এসএম সাঈদ, যশোর পৌরসভার ৬ নাম্বার ওয়ার্ড কাউন্সিলর আলমগীর কবির সুমন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহীসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যাক নেতাকর্মী। এর আগে বিকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে শহরের বিভিন্ন ওয়ার্ড ও শহরতলী থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে জড়ো হয় গাড়িখানাস্থ দলীয় কার্যালয় প্রাঙ্গনে। এক পর্যায়ে দলীয় কার্যালয়ে দলীয় ও জামাত বিএনপিকে প্রত্যাখান করে বিভিন্ন স্লোগান নেন নেতাকর্মীরা।