মণিরামপুর সংবাদদাতা
যশোর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, সংখ্যালঘু সম্প্রদায়ের পরিবার ও ধর্মীয় উপসনালয়ে কোন প্রকার কেউ ক্ষতিসাধন না করতে পারে সে ব্যাপারে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। চলমান পরিস্থিতিকে নিয়ে কেউ ঘোলা পানিতে মাছ শিকার করে বিএনপির ভাবমূর্তি যেন ক্ষুণ্ন না করা হয় তার জন্য সকলকে সর্তক থাকতে হবে।
অনুগ্রহ করে কেউ প্রতিশোধ কিংবা প্রতিহিংসাপরায়ণ হবেন না। মঙ্গলবার সকালে মণিরামপুর উপজেলা বিএনপি আয়োজিত দলের অস্থায়ী কার্যালয়ে নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
উপজেলা বিএনপির আহবায়ক এ্যাড. শহীদ ইকবাল হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. সাবেরুল হক সাবু।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা মোহাম্মাদ মুছা, পৌর বিএনপির আহবায়ক খায়রুল ইসলাম, থানা বিএনপির যুগ্ম আহবায়ক মফিজুর রহমান মফিজ, বীর মুক্তিযোদ্ধা খান আক্তার, এ্যাড. মুজিবুর রহমান, আসাদুজ্জামান মিন্টু, জিএম মিজানুর রহমান, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল হাই, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম বাবুল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, ছাত্রদলে সভাপতি রাজিদুর রহমান সাগর, উপজেলা যুবদলের আহবায়ক মোতাহারুল ইসলাম রিয়াদ, সদস্য সচিব সাইদুল ইসলাম প্রমুখ।