পাঁজিয়া সংবাদদাতা
সরকার পতন হয়েছে। নতুন করে দেশ গড়ার প্রত্যয় তরুণদের। তাই কালো অতীত মুছে নতুন স্বপ্নলিপি লিখছেন শিক্ষার্থীরা।
রেববার কেশবপুরের বিভিন্ন সড়কের শৃঙ্খলা রক্ষা ও গ্রাফিতি আঁকা শিক্ষার্থীদের সঙ্গে কথা করে এ কথা জানা গেছে।
শিক্ষার্থীরা জানান, সকাল থেকে তারা সড়কের শৃঙ্খলা রক্ষায় কাজ করছেন। তাদের মধ্যে অনেকে উপজেলা পরিষদ এলাকার বিভিন্ন দেয়াল, পাইলট স্কুল এন্ড কলেজ গেট এলাকাসহ বিভিন্ন দেয়ালে গ্রাফিতি আঁকছেন।
কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থী সজল বলেন, গত কয়েকদিনের কালো অতীত মুছে আমরা নতুন দিগন্ত লেখার চেষ্টা করছি। আমরা যা চেয়েছি, অনেকাংশে তা পেয়েছি। এখন সামনে এগিয়ে যাওয়ার দিন। এ দিনগুলোয় কোনো বাজে কথা আমরা আর মেনে নেব না।
গ্রাফিতি আঁকা নিয়ে শিক্ষার্থী তুলি ও ইফতি বলেন, এ দেশ আমার, আমাদের। কোটা সংস্কার থেকে শুরু করে স্বৈরাচার সরকার পতনের আন্দোলনে পতিত ক্ষমতাধারীরা আমাদের সঙ্গে যা করেছে, তা বাঙালির মনে গেঁথে থাকবে।