বাংলার ভোর প্রতিবেদক
বিএসটিআই যশোর অফিস আজ পণ্যের গুণাগত মান নিয়ন্ত্রণ ও মান সনদ গ্রহণে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে অভিযান চালিয়েছে। সোমবার যশোর শহরের বড় বাজার, মাছ বাজার ও কাঠেরপুল এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
বিএসটিআই যশোর অফিসের উপপরিচালক আসলাম শেখ অভিযান পরিচালনা করেন। এসময় মুদি দোকান, মাছ ও মাংসের দোকানসহ কাঁচাবাজারের ব্যবসায়ীদের পরিমাপযন্ত্র পরীক্ষা করেন।
এ সময় তিনি বলেন, আমাদের কার্যালয় থেকে ব্যবসা প্রতিষ্ঠান ও কারখানাগুলোকে সনদ গ্রহণ করার জন্য উদ্ধুদ্ধকরণ কার্যক্রমের অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়। ব্যবসায়ীরা সতর্ক হয় এবং বিএসটিআই এর সনদ গ্রহণ করে এবং প্রতিষ্ঠানগুলো একটি নির্দিষ্ট নিয়মের আওতায় চলে আসে। এ অভিযানে ব্যবসায়ীদের কোন জরিমানা করা হয় না। শুধুমাত্র সতর্ক করে দেয়া হয়। এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এ সময় অভিযানে আরও উপস্থিত ছিলেন, বিএসটিআই যশোরে সহকারী পরিচালক আব্দুল মতিন, পরিদর্শক (মেট) রাকিব ইসলাম, পরিদর্শক (মেট) সাব্বির আহমেদ।