সাতক্ষীরার সংবাদদাতা
নিজের জমির ওল গাছ দেখতে যাওয়ায় মেম্বরের সামনে এক গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতন করে জখম করেছে মাদক কারবারি ও তার সহযোগীরা। বর্তমানে মারাত্মক জখম অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন ওই গৃহবধূ।
শুক্রবার সকাল ১০ টার দিকে সাতক্ষীরার সদরের ভাদড়া এলাকায় ঘটনাটি ঘটে। আহত গৃহবধূ রাজিয়া খাতুন সাতানী গ্রামের কবিরুল ইসলামের স্ত্রী।
রিজিয়া খাতুন বলেন, সকাল ১০ টার দিকে ভাদড়া বাজারখোলা এলাকায় জমিতে লাগানো ওল দেখতে গেলে ভাদড়া গ্রামের স্থানীয় মাদক কারবারি আজারুল ও তার সহযোগীরা আমাকে ব্যাপক মারপিট করে। বিষয়টি জানতে পেরে ভাদড়া ওয়ার্ডের মেম্বর মনজুরুল আলম ঘটনাস্থলে আসলে মেম্বরের সামনে আমাকে গাছে বেঁধে মারপিট শুরু করে আজারুল ও তার সহযোগীরা। পরে মেম্বর মনজুরুল আলম পরিষদে নিয়ে আটকে রাখে ওই গৃহবধূকে। পরবর্তীতে সাতানী ওয়ার্ডের মেম্বর আজিজার রহমান মাকা তাকে হাসপাতালে ভর্তি করেন।
কুশখালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বর আজিজার রহমান মাকা বলেন, ওই গৃহবধূ অনেক নিরীহ। তাকে আজারুল ও তার সহযোগীরা মারপিট করে। এরপর তাকে পরিষদে আটকে রাখার খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
বিষয়টি নিয়ে ইউপি মেম্বর মজ্ঞুরুল আলমের সাথে কথা বললে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তাকে পরিষদে রাখা হয়েছিল নিরাপত্তার জন্য।