বাংলার ভোর প্রতিবেদক
যশোরে জামায়াতের উদ্যোগে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে যশোর সদরের যশোর পৌরসভার ৪ নং ওয়ার্ডের পালবাড়ি নতুন খয়েরতলা এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। যশোর পৌরসভার ৪নং ওয়ার্ডের জামায়াতের সভাপতি মাওলানা কামরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন যশোর সাংগঠনিক জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল, বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, যশোর জেলা কর্মপরিষদের সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক, পৌর উত্তর থানার আমির নুর-ই আলা আল মামুন, থানা কর্ম পরিষদের সদস্য বদরুজ্জামান ৪নং ওয়ার্ড সেক্রেটারি অধ্যাপক আসাদুজ্জামান প্রমুখসম্প্রীতি সমাবেশ পরিচালনা করেন শাহ আলম।
সমাবেশে বক্তরা বলেন, দলমত নির্বিশেষে সকল ধর্মের মানুষের মাঝে সম্প্রীতি প্রতিষ্ঠা করতে হবে। কুরআনের আইন প্রতিষ্ঠা করে ঘুনে ধরা এই সমাজকে পরিবর্তন করতে হবে। ঐক্যবদ্ধভাবে গত ৫ আগস্ট ছাত্র জনতার যে বিজয়ের মাধ্যমে স্বৈরাচারী শাসকের পতন হয়েছে। স্বৈরাচার সরকার দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে বলে ভিবিন্ন ষড়যন্ত্রে মেতে উঠেছে। তাই দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। রাজপথে সকলের ঐক্যবদ্ধ মজবুত অবস্থানের মাধ্যমে সকল ধর্মের মানুষের মাঝে সম্প্রীতি প্রতিষ্ঠা করতে হবে।
গত ১৬ বছরের সকল খুন, গুম, হত্যা, নির্যাতনের সাথে জড়িত স্বৈরাচারী শেখ হাসিনাসহ সকল অপরাধীকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। এজন্য নেতা কর্মীদেরকে পাড়া মহল্লায় দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।
শিরোনাম:
- যশোর জেনারেল হাসপাতালে দুদকের অভিযান
- যশোরে বেড়েছে খুন-ধর্ষণ, আইনশৃংখলা উদ্বেগজনক
- যশোরে দ্বন্দ্ব সংবেদনশীলতা ও রূপান্তর বিষয়ক কর্মশালা শুরু
- জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ নড়াইলকে দুই গোল যশোরের
- এবার যশোরে ৭০৫টি শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি
- সুন্দরবনের সাগরে নিখোঁজ মাহিদের মরদেহ উদ্ধার
- শ্যামনগর ইউএনও’র বদলি আদেশ প্রত্যাহার দাবিতে মানববন্ধন
- মানসিক সুস্থতা এবং আসক্তি প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম