অভয়নগর সংবাদদাতা
‘আমার একমাত্র মেয়ে লামিয়া খাতুন (১৪) বাড়ি থেকে বেরিয়ে এখনও ফিরে আসেনি। মানসিক ভারসাম্যহীন মেয়েটি কোথায় আছে, কি খাচ্ছে, কেমন আছে, বেঁচে আছে না মারা গেছে তাও জানিনা। প্রায় এক মাস হতে চলেছে অথচ মেয়ের সন্ধান মেলেনি।’
যশোরের অভয়নগর উপজেলা থেকে নিখোঁজ লামিয়া খাতুনের মা রুমিছা বেগম এভাবেই কথাগুলো বলছিলেন আর আর্তনাদ করছিলেন। একপর্যায়ে তিনি বলেন, আকিজ জুট মিলে শ্রমিক হিসেবে কর্মরত ওই মা মিলের পেছনে পৌরসভার বাইপাস সড়ক সংলগ্ন দুর্গাপুর গ্রামে জহুর সরদারের বাড়িতে ভাড়া থাকেন। গত ১ আগস্ট বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে একমাত্র মেয়ে লামিয়া খাতুন (মানসিক ভারসাম্যহীন) বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়।
তিনি আরো বলেন, নিখোঁজ হওয়ার সময় মেয়ের পরনে ছিল কুসুম রঙের জামা, পায়জামা, ওড়না। পায়ে ছিল গোলাপী রঙের স্যান্ডেল। তার গায়ের রঙ ফর্সা, কম কথা বলে, উচ্চতা- ৪ ফুট ৬ ইঞ্চি, মাথায় চুল ছিল না (টাক), মুখমন্ডল- লম্বাটে। এ ব্যাপারে অভয়নগর থানায় লিখিত লিখিত অভিযোগ করা হয়েছে। সন্ধান পেলে যোগাযোগ করুন- রুমিছা বেগম ০১৭৩৮-৯৬০০১২ অথবা নিকটস্থ থানায় হস্তান্তর করার অুনরোধ করা হয়েছে।
শিরোনাম:
- যশোর জেনারেল হাসপাতালে দুদকের অভিযান
- যশোরে বেড়েছে খুন-ধর্ষণ, আইনশৃংখলা উদ্বেগজনক
- যশোরে দ্বন্দ্ব সংবেদনশীলতা ও রূপান্তর বিষয়ক কর্মশালা শুরু
- জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ নড়াইলকে দুই গোল যশোরের
- এবার যশোরে ৭০৫টি শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি
- সুন্দরবনের সাগরে নিখোঁজ মাহিদের মরদেহ উদ্ধার
- শ্যামনগর ইউএনও’র বদলি আদেশ প্রত্যাহার দাবিতে মানববন্ধন
- মানসিক সুস্থতা এবং আসক্তি প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম