বাংলার ভোর প্রতিবেদক
দেশের উদ্ভুত বন্যা পরিস্থিতিতে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর পূজার টাকায় বন্যার্তদের মধ্যে ত্রাণসমগ্রী বিতরণের সিদ্ধান্ত নিয়েছে যশোর পূজা উদযাপন পরিষদ। রোববার দুপুরে শহরের লালদীঘির পূর্ব পাড়ে পূজা উদযাপন পরিষদ কার্যালয় অনুষ্ঠিত সংবাদ সম্মেলেনে এ তথ্য জানানো হয়। তাদের এই সিদ্ধান্তের সাথে একাত্মতা পোষণ করেছে সদর উপজেলা ও পৌর কমিটি।
সংবাদ সম্মেলনে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপঙ্কর দাস রতন বলেন, দেশের সার্বিক বন্যা পরিস্থিতির কারণে এবং বর্তমান জনদুর্ভোগের প্রতি শোকস্তব্ধ হয়ে পড়েছে দেশবাসী। কে হিন্দু, কে মুসলিম সেটা বুঝি না। আমরা মানুষ। মানুষ বাঁচলে আবার জন্মাষ্টমী উৎসব উদযাপন করা যাবে। এবারে আমরা বন্যার্তদের পাশে দাঁড়াবো। সাড়ম্বরে দিনটি উদযাপনের প্রস্তুতি থাকা সত্ত্বেও এবারের জন্মাষ্টমী অনুষ্ঠানমালায় ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। এবারের জন্মাষ্টমী অনুষ্ঠানে সকল প্রকার বাদ্যযন্ত্রের ব্যবহার, সাজসজ্জা, তোরণ নির্মাণ, সাংস্কৃতিক অনুষ্ঠান এমনকি অতিথি বরণ পর্বের আয়োজনের ব্যয় সংকোচন করে বন্যা দুর্গত এলাকায় ত্রাণসামগ্রী বিতরণ করা হবে।
অনুষ্ঠানের দিন শ্রীকৃষ্ণের পূজা এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় সমবেত প্রার্থনা করা হবে। ইতোমধ্যে যশোরের সব কয়টি উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দকে অর্থ সংগ্রহের নির্দেশনা প্রদান করা হয়েছে। জেলা এবং উপজেলা থেকে প্রাপ্ত সকল অর্থ ত্রাণসামগ্রীতে পরিণত করে বন্যা সংশ্লিষ্ট জেলাসমূহের পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সহায়তায় ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের মাঝে বিতরণ করা হবে।’ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আজ সোমবার যুগাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী। এদিন সকালে মন্দিরে মন্দিরে শ্রীকৃষ্ণ পূজা অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় ঐতিহাসিক টাউন হল মাঠে ভক্তবৃন্দ সমবেত হবেন। এরপর ১১ টায় শত কন্ঠে শ্রীমদ্ভাগবত গীতা উচ্চারিত হবে। দুপুর ১২ টায় সংক্ষিপ্ত আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মঙ্গল প্রদীপ প্রজ্বালন করা হবে। আলোক প্রজ্জ্বলন পর্বের পরে দেশ, জাতি ও বানভাসি মানুষের কল্যাণ কামনায় মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রা টাউন হল মাঠ থেকে বের হয়ে নীলগঞ্জ মহাশ্মশানে উপস্থিত হবে এবং দুপুর ২ টায় ধর্ম বর্ণ সকলের মাঝে খাবার বিতরণ করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি প্রশান্ত দেবনাথ, দুলাল সমাদ্দার, যুগ্ম সাধারণ সম্পাদক রতন আচার্য, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গোবিন্দ ঘোষ, সাধারণ সম্পাদক রবিন কুমার পাল, জেলা পূজা উদযাপন পরিষদের নেতা অঞ্জন সাহা, প্রশান্ত সরকার, বাপ্পি ঘোষ প্রমুখ।