বাংলার ভোর প্রতিবেদক
৪ মাস কারাভোগের অবশেষে কারাগার থেকে জামিনে মুক্ত হয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী কৃষক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব। শুক্রবার বিকেল ৪ টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি জামিনে মুক্তি পান। জামিনের পর দলীয় নেতাকর্মীরা তাকে কারা ফটকে শুভেচ্ছা জানান।
জামিনের পর টিএস আইয়ূব জানান, দুদকের একটি মামলায় তিনি দীর্ঘদিন জামিনে ছিলেন। জামিনে থাকাবস্থায় গত ২৩ এপ্রিল নির্ধারিত হাজিরার দিনে ঢাকার স্পেশাল সিনিয়র জজ আদালতে হাজিরা দিতে গেলে নতুন দায়িত্বপ্রাপ্ত বিচারক তার প্রথম কর্মদিনে কোনো কারণ ছাড়াই জামিন বাতিল করে কারাগারে প্রেরণ করেন। এরপর থেকে তিনি কয়েক দফা জামিনের আবেদন করলেও পতিত আওয়ামী লীগ সরকারের সাজানো আদালতের বিচারক তাকে জামিন দিতে অস্বীকৃতি জানান। সর্বশেষ অন্তর্বর্তীকালীন সরকারের আমলে গত ২৭ আগস্ট তার আইনজীবী জামিনের আবেদন করলে দীর্ঘ শুনানীর পর বিচারক জামিনে মঞ্জুর করেন।
ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব বলেন, একটি সফল ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর স্বৈরাচারের কারাগার থেকে মুক্তি পাওয়ায় আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। এই আন্দোলনে যেসকল ছাত্র জনতা শহীদ হয়েছেন তাদের রম্নহের মাগফিরাত কাম করছি। একই সাথে কারাগারে থাকাবস্থায় যশোর-৪ নির্বাচনী এলাকাসহ যশোর জেলা বিএনপির যেসকল নেতাকর্মী, শুভাকাক্সক্ষী খোঁজখবর নিয়েছেন এবং দোয়া করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। খুব দ্রুত সময় তিনি এলাকায় ফিরবেন বলে জানান। শুক্রবার বিকেল ৪ টার দিকে তিনি কারাগার থেকে বেরিয়ে আসেন। এসময় কারাগারের সামনে অপেক্ষমান বাঘারপাড়া থানা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানান।
শিরোনাম:
- আরজু’র দেহ যশোর মেডিকেল কলেজে হস্তান্তর
- যশোরে সন্ত্রাসীরা অবৈধ অস্ত্র নিয়ে প্রকাশ্যে
- সাগরদাঁড়িতে মহাকবি মাইকেলের ২০২তম জন্মবার্ষিকী উদযাপন
- যশোর সদরের রূপদিয়া থেকে বকচর লাঙ্গলের গণজোয়ার
- যশোরে আসছেন জামায়াতের আমির
- নারী ভোটারদের সচেতনতায় সাতক্ষীরায় উঠান বৈঠক
- বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে চৌগাছায় র্যালি
- কবির শৈশব স্মৃতিতে অম্লান কপোতাক্ষ নদ ঘেঁষা জমি জমিদারবাড়ি
