কোটচাঁদপুর সংবাদদাতা
কোটচাঁদপুর ফুলবড়ি মৎস্যজীবী সমবায় সমিতির নৌকা ও জাল পুড়িয়ে দেয়ার অভিযোগ পাওয়া। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে কোটচাঁদপুরের কুশনা বাঁওড়ে। এ ঘটনায় স্থানীয় থানায় ১৬ জনকে আসামি করে এজাহার করেছেন সমিতির সভাপতি প্রশান্ত কুমার বিশ্বাস।
জানা যায়, গত ৫ আগস্ট সরকার বদলের পর কুশনা বাঁওড়ের মৎস্যজীবীদের নৌকা ও জালে আগুন দেন দুর্বৃত্তরা। এ ছাড়া ধারাবাহিকভাবে মাছ লুটও করে আসছিলেন তারা। বিষয়টি নিয়ে কোটচাঁদপুর থানায় মামলাও করেছেন ভুক্তভোগীরা। তবে ওই মামলায় আজ পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি।
গত ২ সেপ্টেম্বর রাতে আবারও বাঁওড়ের ২ টি মাছ ধরা নৌকা ও ৯ টি জালে আগুন ধরিয়ে দিয়েছেন দুর্বৃত্তরা। এতে করে দুুই দিনের আগুনে ১২ লাখ টাকার ক্ষতিসাধিত হয়েছে বলে নিশ্চিত করেছেন বাঁওড়ের মৎস্যজীবী ও ফুলবাড়ি মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি প্রশান্ত হালদার।
তিনি বলেন, সোমবার দুপুরে বাঁওড়ে কাজ করে আমরা সবাই বাড়ি চলে যায়। এরপর মঙ্গলবার সকালে জানতে পারি বাঁওড়ের দুইটি নৌকা ও ৯ টি জালে আগুন ধরিয়ে দিয়েছেন কে বা কারা। এতে করে ৬ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে জানান তিনি।
তিনি বলেন, এর আগে গেল ৫ আগস্ট তারা একইভাবে একটি নৌকা ও আরো ৬ টি জালে আগুন ধরিয়ে দেন। সব মিলিয়ে দুই দিনে ১২ লাখ টাকার ক্ষতি করেছেন দুর্বৃত্তরা।
এ ছাড়া ৫ তারিখের পর থেকে অব্যাহতভাবে তারা বাঁওড়ের মাছ লুট করে আসছিল। বিষয়টি নিয়ে এর আগে কোটচাঁদপুর থানায় ৪ জনের নামে মামলাও করা হয়েছে। তবে ওই মামলায় আজ পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। মঙ্গলবার সকালে নৌকা ও জালে আগুন দেয়ার ঘটনায় এজাহার করা হয়েছে।
এ ব্যাপারে কোটচাঁদপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি) সৈয়দ আল- মামুন বলেন, জাল ও নৌকা পোড়ানো ঘটনায় থানায় এজাহার করেছেন মৎস্যজীবীরা। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।