বাংলার ভোর প্রতিবেদক
দেশে সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে অর্থ সহায়তা দিয়েছেন যশোরের বীর মুক্তিযোদ্ধারা। জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) মাধ্যমে বন্যার্তদের সহায়তার জন্য অর্থ প্রদান করা হয়।
গতকাল যশোর সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধারা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দুই লাখ ১০ হাজার ৮১০ টাকা দিয়েছেন। জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারের কাছে এ অর্থ হস্তান্তর করা হয়। মুক্তিযুদ্ধকালীন বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর উপ-প্রধান রবিউল আলম ও যশোর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ইউনিট কমান্ডার যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা এএইচএম মুযহারুল ইসলাম মন্টু ও যশোর সদর উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার আফজাল হোসেন দোদুলের নেতৃত্বে অর্থ হস্তান্তর করা হয়।
এছাড়া শার্শার বীর মুক্তিযোদ্ধারা উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে ৯৬ হাজার টাকা প্রদান করেছেন। একইভাবে ঝিকরগাছা ইউএনও’র কাছে ৪৮ হাজার ৯০০ টাকা দিয়েছেন ওই উপজেলার মুক্তিযোদ্ধারা। চৌগাছার মুক্তিযোদ্ধারা উপজেলা ইউএনও’র কাছে দিয়েছেন ১৫ হাজার ৮০০ টাকা। অভয়নগরের ইউএনও’র কাছে ওই উপজেলার বীরমুক্তিযোদ্ধারা জমা দিয়েছেন ৩০ হাজার টাকা।
কেশবপুরের বীরমুক্তিযোদ্ধারা ইউএনও’র মাধ্যমে দিয়েছেন ২০ হাজার টাকা।