রাজু আহমেদ, বেনাপোল
বেনাপোল বন্দরে বিভিন্ন এলাকায় বিএনপি বা তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মী পরিচয়ে কেউ চাঁদাবাজি বা মানুষকে ভয়ভীতি দেখালে তার বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে জনগণকে আহবান জানিয়েছেন পৌর বিএনপির সেক্রেটারি আবু তাহের ভারত।
বৃহস্পতিবার সকালে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে আলোচনায় একথা বলেন তিনি।
আবু তাহের ভারত বলেন, সহস্রাধিক ছাত্র, জনতার জীবনের বিনিময়ে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। এখন নতুন সরকার ব্যবস্থায় দেশে গণমানুষের নতুন করে কথা বলা আর বেঁচে থাকার স্বাধীনতা এসেছে। মুসলিম, হিন্দুসহ সব সম্প্রদায়ের মানুষ কোন প্রকার ভীতি ছাড়ায় স্বাধীন ভাবে জীবন যাপন, নিজ নিজ ধর্ম পালন ও তাদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করছে।
এ সময় একটি মহল বর্তমান অন্তর্বর্তিকালিন সরকার আর তাদের সমর্থনে যে রাজনৈতিক দলগুলো আছে তাদের বিতর্তিক করতে দেশি-বিদেশি বিভিন্ন ষড়যন্ত্র চলাচ্ছে। মানুষের অধিকার হরন ও দুর্বৃত্তায়ন করতে কেউ বিএনপির নাম ব্যবহার করবে এ অধিকার কাউকে দেয়া হয়নি। কোন অনিয়মের সাথে যারা জড়িত তাদের সতর্ক করে এসব কথা বলেন এ নেতা। আবু তাহের ভারত আরো বলেন, বেনাপোল বন্দর থেকে সরকারের সবচেয়ে বেশি রাজস্ব আসে। সরকারের গুরুত্বপূর্ন প্রতিষ্ঠান বন্দর, কাস্টমস হাউস, পৌরসভা, চেকপোস্ট ইমিগ্রেশন ও পর্যটন করপোরেশন রয়েছে বেনাপোলে।
রয়েছে প্রায় সহস্রধীক সিঅ্যান্ডএফ ও ৫ শতাধিক ট্রান্সপোর্ট এজেন্সী। যারা আমদানি রফতানি বাণিজ্য পরিচালনার মাধ্যমে সরকারের রাজস্ব আদায়ে বড় ভূমিকা রাখছে। তাই এ অঞ্চলের গুরুত্ব অনেক বেশি। বাণিজ্যিক পরিবেশ স্টৈুরতে এ এলাকাকে নিরাপদ অঞ্চল হিসাবে গড়ে তুলতে হবে।
এ সময় গণমাধ্যম কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, বেনাপোল বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান, প্রেসক্লাব বেনাপোলের জিএম আসরাফ এবং সেলিমসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।