বাংলার ভোর প্রতিবেদক
গত ২৪ ঘণ্টায় যশোরে নতুন কোন ডেঙ্গু রোগি সনাক্ত হয়নি। তবে জেলার ৭টি হাসপাতালে বর্তমানে ভর্তি রয়েছেন ৫১ ডেঙ্গু রোগী। এর মধ্যে সবচেয়ে বেশি রোগী ভর্তি রয়েছে ঝিকরগাছা ও অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
সিভিল সার্জন অফিসের তথ্য মতে, বর্তমানে যশোরের ৮টি উপজেলার মধ্যে সাত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫১জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন ৭ জন। এছাড়া অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০জন, বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪, কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ ও শার্শা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯ জন রোগি ভর্তি রয়েছেন।
এদিকে চলতি বছর ১ জানুয়ারি থেকে জেলায় এখন পর্যন্ত ২৭৩ জন রোগি সনাক্ত হয়েছে। যার মধ্যে সুস্থ্য হয়েছেন ২২০ জন এবং মৃত্যুবরণ করেছেন ২ জন।
জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক জানান, গত কিছুদিন ধরেই যশোরে ডেঙ্গু রোগি সনাক্তের হার উর্ধমুখি। তবে গত ২৪ ঘন্টায় জেলায় কোন ডেঙ্গু রোগি সনাক্ত হয়নি। জেলার আটটি উপজেলার মধ্যে সাতটি উপজেলায় এখন পর্যন্ত ডেঙ্গুরোগি সনাক্ত হয়েছে। এর মধ্যে তিনটি উপজেলায় সনাক্তের হার বেশি।
শিরোনাম:
- অনলাইনে প্রতারণায় ৪৭ লাখ টাকা হাতিয়ে নেয়া চক্রের ৩ সদস্য আটক
- যশোরে দুই স্কুল ছাত্র ছুরিকাহত
- খুলনা বিভাগের পাঁচ জেলার ৪৬ সাংবাদিককে কল্যাণ ট্রাস্টের সহায়তা
- যশোরে সংবাদ সম্মেলন এনজিও কর্মকর্তার বিরুদ্ধে চেক জালিয়াতির অভিযোগে
- যশোর জেলা ক্রীড়া সংস্থা কাকে খুশি করতে অ্যাডহক কমিটিতে ‘ইনাম’ ?
- অভয়নগরে মৎস্যজীবী দলের কর্মী সভা অনুষ্ঠিত
- সাতক্ষীরায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকসহ আটক ৩
- ঝিকরগাছা জামায়াতের যুব সম্মেলন অনুষ্ঠিত