বাংলার ভোর প্রতিবেদক
যশোরে বর্ণাঢ্য আয়োজনে প্রয়াত নায়ক সালমান শাহ’র ৫৪তম জন্মদিন উদযাপন করা হয়েছে। কাঠেরপুল যুব সংঘের আয়োজনে শহরের গাড়িখানা এলাকায় স্মৃতিচারণমূলক আলোচনা সভা, কেককাটা, সালমান শাহ’র সিনেমা প্রদর্শন ও প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। অনুষ্ঠানে যশোরের অসংখ্য সালমান ভক্ত অংশ নেন।
ভক্তরা বলেন, সালমান শাহকে হত্যা করা হয়েছে অথচ একটি চক্র বিভিন্নভাবে তা আত্মহত্যা বলে চাপিয়ে দেয়ার চেষ্টা করছে। সালমান শাহের মৃত্যুর পর তারা আওয়ালীগ ও বিএনপির শাসন আমল দেখেছেন। কিন্তু ন্যায়বিচার পাননি। এবার অন্তর্বর্তিকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের কাছে সালমান হত্যা মামলার সুষ্ঠ তদন্ত ও হত্যাকারীদের বিচারের আওতায় আনার জোর দাবি জানান।
কাঠেরপুল যুব সংঘের পরিচালক শিমুল ভুইয়া জানান, ১৯ সেপ্টেম্বর জন্মদিন উপলক্ষে তারা রাত ১২ টা ১ মিনিটে কেক কাটেন। এছাড়া এ উপলক্ষে প্রজেক্টরের মাধ্যমে সালমান শাহের অভিনীত বিভিন্ন সিনেমা প্রদর্শন করা হয়। এছাড়া সালমান শাহ স্মরণে প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। পরে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
অনুষ্ঠানে আরও অংশ নেন সালমান ভক্ত নিয়ামুল হাসান বাবু, রিকি খান, বিকে লিটন, ফারুক হোসেন, হাবীব, নিরু, রেহান ইসলাম, সেতু, রসাফিন মুবিন, নান্টু হোসেন, প্রমুখ।