বাংলার ভোর প্রতিবেদক
শারদীয় দুর্গাপূজা-২০২৪ উদযাপন উপলক্ষে যশোরে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা বিষয়ক প্রস্তুতি সভায় জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেছেন, কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি পূজা মন্ডপে নিরাপত্তা বলয়ের কোন প্রকার কমতি হবে না। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা হবে। বিশৃঙ্খলাকারীদের শক্ত হাতে দমন করা হবে।
তবে প্রতিটি ঘটনা যাচাই-বাছাই করে ব্যবস্থা নেয়া হবে। কোন গুজবের প্রশ্রয় দেয়া হবে না। ফেসবুক বা অনলাইনে ফালতু গুজবে কেউ কান দেবেন না। বাস্তবতাকে সামনে রেখে কাজ করার আহ্বান জানান।
রোবববার বিকেলে জেলা প্রশাসকের কালেক্টরেট সভাকক্ষে প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম শাহিন, অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন, সাধারণ সম্পাদক তপন ঘোষ, শার্শা উপজেলা শাখা সভাপতি বদ্যনাথ দাস ও চৌগাছা উপজেলা শাখা সভাপতি বলয় চন্দ্র পাল প্রমুখ।
জেলায় এবার ৬৫৬ জায়গায় শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে যশোর সদর উপজেলায় ১৫৫, কেশবপুর উপজেলায় ৯২, মণিরামপুর উপজেলায় ৯৩, চৌগাছা উপজেলায় ৩৮, ঝিকরগাছা উপজেলায় ৪৮, বাঘারপাড়া উপজেলায় ৮২, শার্শা উপজেলায় ২৮ ও অভায়নগর উপজেলায় ১২০স্থানে পূজা হবে।
##