শ্যামনগর সংবাদদাতা
সাতক্ষীরার শ্যামনগরে শিবির কর্মীদের উপরে হামলার প্রতিবাদে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন-বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের শ্যামনগর উপজেলা সভাপতি আব্দুস সামাদ। তিনি জানান, গত ৩ অক্টোবর বেলা সাড়ে ১১ টার দিকে গুমানতলী কামিল মাদ্রাসার কয়েকজন দায়িত্বশীল, দাওয়াতী কাজ করছিলেন।
সে সময় বহিরাগত কিছু ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা ছাত্র শিবিরের দাওয়াতী কাজে বাধা সৃষ্টি করে এবং দায়িত্বশীল কর্মীদের আটকিয়ে রাখে। জানতে পেরে তাদের উদ্ধারে ছাত্রশিরিরের থানা সভাপতি রাশিদুল ইসলামসহ আরো অনেক নেতাকর্মীরা যাওয়ার পথে সাবেক সংসদ সদস্যর বাড়ির সামনে পৌঁছালে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা তাদের উপর রড, হকস্টিটিক, চাপাতি, লাঠি শোটা নিয়ে হামলা করে গুরুতর জখম করে।
এবং একজন কর্মীকে পানিতে ডুবিয়ে হত্যার চেষ্টা করে। পরে আব্দুস সামাদের নেতৃত্বে এবং স্থানীয়দের সহযোগিতায় আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে গুরুতরদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ সময় স্থানীয় জনগণ ক্ষিপ্ত হয়ে হামলাকারীদের মোটরসাইকেল ভাংচুর করে। ওই হামলায় শিবির বা জামায়াত জড়িত নয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের শ্যামনগর উপজেলা শাখার সাবেক সেক্রেটারি আশিকুর রহমান ও শ্যামনগর পৌরসভা শাখার সেক্রেটারী আব্দুল্লাহ আল সিয়াম প্রমুখ।