কেশবপুর পৌর সংবাদদাতা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় যশোর জেলা বিএনপির পক্ষ থেকে এবং জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিতের সহযোগিতায় শনিবার কেশবপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ত্রাণ সামগ্রি বিতরণ করা হয়েছে।
এ সময় মধ্যকুল আশ্রয়ন কেন্দ্র, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, শিশু সদন প্রাথমিক বিদ্যালয়, ফায়ার সার্ভিস মোড় এবং সরকারি ডিগ্রি কলেজ আশ্রয়ন কেন্দ্রে তিন শতাধিক পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রি বিতরণ করা হয়া।
বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শিক্ষাবিদ প্রভাষক আব্দুর রাজ্জাক ও শেখ শহীদুল ইসলাম শহীদ, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির (এসি আলম) ও হুমায়ুন কবির সুমন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কুতুউদ্দিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পী, কেশবপুর উপজেলা যুবদলের আহবায়ক আলমগীর কবির, যুবনেতা মেহেদী হাসান হিমেল, কবির হোসেন রিপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের অহবায়ক শামছুল আলম বুলবুল, সদস্য সচিব বাবুল রানা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গির আলম পলাশ, কেশবপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজিজুর রহমান আজিজ, সদস্য সচিব মুস্তাফিজুর রহমান, যুগ্ম-আহ্বায়ক অহেদুর রহমান অন্তু, যুগ্ম-আহবায়ক সাইফুল ইসলাম, কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাহাদুল হাসান সুজন এবং কেশবপুর উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।