বাংলার ভোর প্রতিবেদক
দূর্গাপুজা সমাগত। চারিদিকে সাজ সাজ রব । সামাজিক সম্প্রিতির মাধ্যমে সকল ধর্মের মানুষ যেন নির্বিঘ্নে উৎসব পালন করতে পারে সেজন্য যশোর পূজা উদযাপন পরিষদ সুশীল সমাজের সাথে মতবিনিময় করেছে।
সোমবার বিকেলে শহরের লালদিঘি পাড় হরিসভা মন্দিরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন।
জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন ঘোষের পরিচালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশীদ, বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় নেত্রী হাবিবা শেফা, বাঁচতে শেখার নির্বাহী পরিচালক অ্যাঞ্জেলা গোমেজ, সচেতন নাগরিক কমিটি যশোরের সভাপতি শাহীন ইকবাল, যশোর কলেজের অধ্যক্ষ মোস্তাক হোসেন শিম্বা, উদীচী যশোরের সহ-সভাপতি অ্যাডভোকেট আমিনুর রহমান হিরু, বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোরের সাধারণ সম্পাদক তসলিম-উর-রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি আবু মোর্তজা ছোটন, স্বাধীন শিক্ষক পরিষদের সভাপতি মোয়াজ্জম হোসেন, জয়তী সোসাইটির নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস।
মতবিনিময় সভায় বক্তরা বলেন, এই দেশ হিন্দু মুসলিম সকলের। হিন্দু মুসলিম বিভাজন বলে কিছু নেই। এই দেশে এক সাথে বড় হওয়ার মানসিকতা নিয়েই আমরা বড় হয়েছি। একে-অপরের ধর্মীয় উৎসবে অংশ নেওয়া এটা আমাদের সংস্কৃতি।
পরিকল্পিতভাবে কেউ যদি এই সংস্কৃতির আবহাওয়াকে পরিবর্তন করতে চায়। তাহলে আমরা সামগ্রিকভাবে যশোরবাসীকে সাথে নিয়ে সেটা প্রতিহত করবো। তারপরও বিচ্ছিন্ন ভাবে কোন ঘটনা যদি ঘটেও থাকে সেটা যেন বড় কোন ইস্যূ না হয়। এখন বিভেদের সময় না, সবাই মিলে উৎসব উদ্যাপনের সময়।