বাংলার ভোর প্রতিবেদক
হেফাজতে ইসলাম বাংলাদেশ যশোর জেলা শাখার উদ্যোগে শহরের দড়াটানা ভৈরব চত্বরে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেলে সমাবেশে ইসকন নিষিদ্ধের দাবিসহ চট্টগ্রামে মসজিদে মুসল্লীদের ওপর হামলা, মসজিদ ভাংচুর এবং মুসলিম আইনজীবি সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদ জানানো হয়।
সমাবেশে হেফাজত ইসলাম বাংলাদেশ যশোর জেলা শাখার নেতাকর্মীরা বলেন, ইসকন একটি উগ্রবাদী সংগঠন। যা দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত এবং বাংলাদেশে এর কার্যক্রম অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। ইসকনের সদস্যরা গভীর ষড়যন্ত্রে জড়িত এবং তারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে। নেতাকর্মীরা আরো বলেন, ইসকন ইতোমধ্যে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরব, রাশিয়া ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হয়ে গেছে। বাংলাদেশে এই সংগঠনের কার্যক্রম বন্ধ করতে হবে।
মুসলিম আইনজীবি সাইফুল ইসলাম হত্যার ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে নেতাকর্মীরা বলেন, এই হত্যাকাণ্ডের বিচার না হলে এমন আরো ঘটনা ঘটতে পারে। আমাদের দাবি অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের মুখোমুখি করা হোক। আমরা একটি শান্তিপূর্ণ, সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই। দেশের শান্তি বজায় রাখতে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা সংগ্রাম করবো।
বিক্ষোভ সমাবেশে হেফাজতে ইসলাম বাংলাদেশ যশোর জেলা শাখার সভাপতি মাওলানা আনওয়ারুল করীম যশোরী সভাপতিত্ব করেন। সমাবেশে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম যশোর জেলা শাখার সেক্রেটারি মাওলানা নাজির উদ্দিন, মাওলানা আব্দুল মান্নান, মুফতী মুজিবুর রহমান, মাওলানা বেলায়েত হুসাইন, মাওলানা হামিদুল ইসলাম, মাওলানা হাবিবুর রহমান, মুফতী শামসুর রহমান, মুফতী হাফিজুর রহমান প্রমুখ। সমাবেশ শেষে শহরের দড়াটানার ভৈরব চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি থানার মোড়ে গিয়ে শেষ হয়।