মাগুরা সংবাদদাতা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি নিহত হওয়ার ১১৮ দিন পর মরদেহ উত্তোলন করা হয়েছে। সোমবার সকালে বরনাতৈল কবরস্থান থেকে রাব্বির মরদেহ উত্তোলন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মাগুরার এনডিসি মোহাম্মদ মোজাহিদুল ইসলাম ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইয়ুব আলী উপস্থিত ছিলেন।
পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৪ আগস্ট সকাল ১০টার দিকে মাগুরা-ঢাকা মহাসড়কের পারনান্দুয়ালী নবগঙ্গা নদে ব্রিজের ওপর অবস্থান নেন আন্দোলনকারী শিক্ষার্থীরা এ সময় গুলিতে নিহত হন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি। তখন ময়নাতদন্ত ছাড়াই তার মরদেহ দাফন করা হয়েছিল।
এ ঘটনায় নিহতের বড় ভাই ইউনুস আলী বলেন, আমার ভাইয়ের অনাগত সন্তান তার বাবার স্পর্শ কখনোই পাবে না। আমরা ন্যায়বিচার চাই। যাদের চিহ্নিত করতে পেরেছি, তাদের নামেই মামলা করেছি ।
আদালতের নির্দেশে সোমবার বেলা ১১ টায় মরদেহটি উত্তোলন করে মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মরদেহ পুনরায় দাফন করা হয়।