বাংলার ভোর প্রতিবেদক
প্রবীণ সাংবাদিকদের মাসিক ভাতা ও সাংবাদিকের সন্তানদের শিক্ষা বৃত্তি চালুর উদ্যোগ নিয়েছে সরকার। বৃহস্পতিবার দুপুরে যশোর সার্কিট হাউজ মিলনায়তনে ‘সাংবাদিকদের আর্থিক সুরক্ষা ও কল্যাণে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ এসব কথা বলেন। সভায় যশোর, কুষ্টিয়া, মেহেরপুর ও মাগুরা জেলার ৩০ জন অস্বচ্ছল সাংবাদিকের হাতে ২১ লাখ টাকার চেক তুলে দেয়া হয়।
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের তহবিল থেকে এই চেক প্রদান করা হয়েছে। চেক বিতরণের আগে ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ বলেন, সাংবাদিকদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করার দায়িত্ব তাঁর কর্মক্ষেত্রের আর জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে।
প্রবীণ সাংবাদিকদের মাসিক ভাতা প্রদানের বিষয়ে তিনি বলেন, চাকরি জীবনের শেষ দিকে সাংবাদিকেরা অসহায় হয়ে পড়েন। প্রায় খালি হাতে বেকার অবস্থায় কর্মক্ষেত্র থেকে বিদায় করে দেয়া হয়। তখন চিকিৎসা ও ওষুধ কেনার টাকা থাকে না। এজন্যে প্রবীণ সাংবাদিকদের মাসিক ভাতা চালুর বিষয়ে প্রস্তাব দিলে তথ্য উপদেষ্টা সেটা অনুমোদন করেছেন। এখন নীতিমালা প্রণয়নে কাজ চলছে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপ পরিচালক (অর্থ ও প্রশাসন) এবিএম রফিকুল ইসলাম, যশোরের সিনিয়র তথ্য কর্মকর্তা রেজাউল করিম ও প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান। সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি নূর ইসলাম, বেনজির খান, তৌহিদ জামান প্রমুখ।
সভায় জুলাই-আগস্টে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। শেষে যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলার ৩০ জন সাংবাদিকের মাঝে অর্থ সহায়তার চেক বিতরণ করা হয়।