বাংলার ভোর প্রতিবেদক
বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে যশোর হানাদার মুক্ত দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার বিকেলে টাউন হল ময়দানে মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনীতি দলের নেতাকর্মী ও পেশাজীবীদের কন্ঠে জাতীয় সংগীত পরিবেশিত হয়। এরপর বিজয় শোভাযাত্রা বের হয়। বাদ্যের তালে তালে লাল-সবুজ রঙের বেলুন-ফেস্টুন উড়িয়ে এ শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। শোভাযাত্রায় মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন পেশাজীবী মানুষেরা মাথায় জাতীয় পতাকা বেঁধে, ফেস্টুন, ব্যানার ও বাদ্যযন্ত্র নিয়ে শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাউন হল ময়দানে শেষ হয়।
শোভাযাত্রায় অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা এএইচএম মুযহারুল ইসলাম মন্টু, জেলা বিএনপির সদস্য সচিব সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সাবেক পৌর মেয়র মারুফুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামের জয়েন্ট সেক্রেটারি বেলাল হোসেন, বীরমুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল, নজরুল ইসলাম চাকলাদার, আব্দুল মালেক, আব্দুর রাজ্জাক কলেজের অধ্যক্ষ জেএম ইকবাল হোসেন, জিলা স্কুলের প্রধান শিক্ষক সোয়াইব হোসেন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, দৈনিক কল্যাণের সম্পাদক একরাম উদ-দ্দৌলা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মারুফ হাসান সুকর্ণসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষার্থী, বীর মুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।
এদিকে, সন্ধ্যায় টাউন হল ময়দানের স্বাধীনতা মঞ্চে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে মোমবাতির প্রজ্জ্বলন করা হয়। ‘এক সাগর রক্তের বিনিময়ে, বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না!! গানে গানে শিল্পীরা মোমবাতি প্রজ্জ্বলন করেন।
শুক্রবার সন্ধ্যায় টাউন হল ময়দানের এই কর্মসূচিতে সাংস্কৃতিক নেতৃবৃন্দের সাথে মুক্তিযোদ্ধারাও অংশ নেয়। উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এএইচএম মুযহারুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল, সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের ভারপ্রাপ্ত সভাপতি দীপঙ্কর দাস রতন, সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশিদ, সুরধুনী যশোরের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, যশোর সাহিত্য পরিষদের সভাপতি শাহিন ইকবাল, সুরবিতান সঙ্গীত একাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাসুদেব বিশ্বাস, সাংবাদিক সাজেদ রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহিদুল হক বাদল, সঞ্জীব চক্রবর্তী, পান্নালাল দে, তরিকুল ইসলাম তারু, শরিফুল ইসলাম, আলমগীর হোসেন বাবু প্রমুখ।
১৯৭১ সালের ৬ ডিসেম্বরের এই দিনে মহান মুক্তিযুদ্ধে অবিভক্ত বাংলার প্রথম জেলা যশোর শত্রুমুক্ত হয়। সেদিনই মহান মুক্তিযুদ্ধে দেশের মধ্যে প্রথম বিজয় সূচিত হয়। ইতিহাসের পাতায় নাম লিখিয়ে যশোরের মুক্তিযোদ্ধারা তাদের জেলাকে প্রথম শত্রুমুক্ত করের। বয়ে আনেন যশোরবাসীর জন্য বিরল এক সম্মান।