বাংলার ভোর প্রতিবেদক
মহান বিজয় দিবস উপলক্ষে যশোরে জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা হয়েছে। সোমবার বিকেলে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতে ইসলামীর অফিস সম্পাদক নুর-ই আলা নুর মামুন।
শহরের একটি রেস্টুরেন্টে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক গোলাম রসূল। তিনি বলেন , ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল নির্যাতিত-নিপিড়ীত মানুষের মুক্তি ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য । স্বাধীনতার ৫৪ বছরে শাসকের পর শাসক পরিবর্তন হয়েছে কিন্তু মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। তার একটি মাত্র কারণ, রাষ্ট্র এবং সমাজের অসৎ ও নীতিহীন নেতৃত্ব। তিনি বলেন, অনিয়ম,ঘুস,দূর্নীতি,টেন্ডারবাজী,সন্ত্রাস ও অপরাজনীতি অবসান করতে হবে। সৎ ও খোদা ভীরু নেতৃত্ব কায়েম করা যায় তাহলেই কেবল বৈষম্যহীন ও জন কল্যাণমূলক রাষ্ট গঠন করা সম্ভব। ২৪- ছাত্র জনতার আন্দোলন ছিল ৭১-এর চেতনার সেই বৈষম্যহীন রাষ্ট প্রতিষ্ঠার জন্য।
তিনি আরও বলেন, ফ্যাসিস্ট সরকার এ দেশটাকে ধ্বংস করেছে। দুর্নীতি, স্বজনপ্রীতি এবং ভোটবিহীন অবৈধ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে বিলীন করে সাড়ে ১৫ বছর ক্ষমতায় ছিল। এক নব বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্ট সরকার এবং তাদের দোসরদের পরাজিত করা হয়েছে।
মহান বিজয় দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা আবু জাফর, জেলা সহকারী সেক্রেটারী অধ্যাপক গোলাম কুদ্দুস, অধ্যাপক মনিরুল ইসলাম, জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য অ্যাড. গাজী এনামুল হক, অধ্যাপক আবুল হাশিম রেজা, অ্যাড.শফিকুল ইসলাম প্রমুখ।