পলিথিন পণ্যের ব্যবহার ও প্লাস্টিকের ব্যবহার রোধে সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন করেছে জয়তী সোসাইটি।
তারুণ্যের উৎসব ২০২৫ ও নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে গৃহিত নানা কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকালে নারী ও শিশু উন্নয়নমূলক প্রতিষ্ঠান জয়তী সোসাইটির যশোরের আয়োজনে শহরের রেলস্টেশন এলাকায় পলিথিন পণ্যের ব্যবহার ও প্লাস্টিকের ব্যবহার রোধে সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে এ মানববন্ধন পালন করা হয়। কর্মসূচিতে জয়তী সোসাইটির সকল কর্মী, কর্মকর্তা ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা পলিথিন ও প্লাস্টিক পণ্যের ব্যবহার বন্ধে ও পলিথিন ও প্লাস্টিকের মাধ্যমে পরিবেশের উপর এর ক্ষতিকর দিকগুলো তুলে ধরেন। এবং ভবিষ্যত প্রজন্মকে সুন্দর একটা বাংলাদেশ উপহার দেয়ার জন্য সবাইকে পলিথিনের ব্যবহার বন্ধে এগিয়ে আসার আহবান জানান।
জয়তী সোসাইটির সাধারণ পরিষদ সদস্য নাসরিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়তী সোসাইটির পরিচালক অর্চনা বিশ্বাস, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জয়তী সোসাইটির ম্যানেজার (অর্থ ও প্রশাসন) অসীম কুমার বিশ্বাস, প্রোগ্রাম ম্যানেজার রোকনুজ্জামান, হারুন অর রশিদ, সহকারী প্রশাসনিক কর্মকর্তা আব্দুল খালেক, ইউনিট ম্যানেজার ফিরোজা খাতুন, শাহানাজ পারভীন রুপা, রহিমা খাতুন, কমিউনিটি সংগঠক তনিমা খাতুন দিনা, ইয়াসমিন আক্তার। এছাড়া রেলবাজার ব্যবসায়ী সমিতির পক্ষে বক্তব্য রাখেন ব্যবসায়ী মো. আসিফসহ অন্যান্যরা। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জয়তী সোসাইটির সহকারী প্রোগ্রাম ম্যানেজার শহিদুল ইসলাম লালটু। সঞ্চালনায় ছিলেন ইউনিট ম্যানেজার বর্ণালী সরকার।-প্রেস বিজ্ঞপ্তি
শিরোনাম:
- আন্দোলন এখনো শেষ হয়নি : অধ্যাপক নার্গিস বেগম
- নতুন স্বাধীন দেশে চাঁদাবাজ দখলবাজের জায়গা হবে না : অধ্যাপক গোলাম রসূল
- যশোরে প্রয়াত দুই যুবদল নেতার মাগফেরাত কামনায় দোয়া
- যশোরে রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন
- চৌগাছা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতার পদত্যাগ
- যশোরে দ্বিতীয় বিয়ের জেরে ছুরিকাঘাতে যুবক নিহত
- যশোর সিটি কলেজে কুরআন অলিম্পিয়াডের পুরস্কার বিতরণী সম্পন্ন
- নৃশংস হত্যাকাণ্ডের বিচার দাবিতে যশোর উত্তাল