শ্যামনগর সংবাদদাতা
বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা বিএনপির দু’গ্রুপের উত্তেজনাকে ঘিরে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। বুধবার রাতে উপজেলা প্রশাসন এ ঘোষণা দেয়।
জানা গেছে, বিএনপির উপজেলা ও পৌর কমিটিকে ঘিরে টানা কয়েকদিন ধরেই শ্যামনগর উপজেলায় বিএনপির দুটি গ্রুরে উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যেই নতুন ঘোষিত উভয় কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব ও ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম। এ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে উপজেলার বাস টার্মিনালে শান্তি সমাবেশের ডাক দেয় বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক সোলাইমান কবির গ্রুপ। আর এ কমিটির সদ্য সাবেক সভাপতি আব্দুল ওয়াহেদ গ্রুপ সেটি প্রতিহতের ঘোষণা দেয়। এতে করে এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পরে। দুই গ্রুপের এমন মুখোমুখি অবস্থানে বিশৃঙ্খলা এড়াতে জারি করা হয় ১৪৪ ধারা। শেষ খবর পাওয়া পর্যন্ত, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী মাঠে রয়েছে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির মোল্লা বলেন, রাজনৈতিক দলের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার শঙ্কা দেখা দেয়ায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার রনি খাতুন বলেন উপজেলা বিএনপির দু’গ্রপের সমাবেশকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থান নিলে মূলত গণ্ডগোলের সূত্রপাত হয়েছিল বুধবার বিকালে। এতে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে ফলে ১৪৪ ধারা ডাকা হয়েছে শ্যামনগর পৌরসদর এলাকায়। ১৪৪ ধারার মধ্যে উক্ত এলাকায় সভাসমাবেশ নিষিদ্ধ করা হয়েছে এবং একসাথে ৫ জনের অধিক লোক শক্তি প্রদর্শন ও বল প্রয়োগের উদ্দেশ্যে মুভ করতে পারবেনা। পুনরাদেশ না দেয়া পর্যন্ত এই আদেশ বলবত থাকবে। এ ব্যপারে সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আব্দুল আলিম বলেন, এ ঘটনায় কেন্দ্র থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত শ্যামনগর উপজেলা এবং পৌরসভার সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
শিরোনাম:
- চৌগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল
- সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপি মধুমেলা উদ্বোধন আজ
- শিল্পী এসএম সুলতান জন্মশতবর্ষ উৎসব গ্রাফিতি উন্মোচন ও শিল্পকর্ম প্রদর্শনী আজ
- বাড়তি শুল্ককর আরোপ বেনাপোল বন্দরে কমেছে ফল আমদানি
- দুই মামলায় জামিন পেলেন যশোর জেলা আ.লীগ সভাপতি মিলন
- বেনাপোল সীমান্ত ১৫ বছরে ৪১ বাংলাদেশি হত্যা করেছে বিএসএফ!
- মাঘের দ্বিতীয় সপ্তাহে বেড়েছে শীত
- যশোর সফটওয়্যার টেকনোলজি পার্ক বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ দাবিতে বিক্ষোভ সমাবেশ