বাংলার ভোর প্রতিবেদক
যশোরে সোমবার বর্ণাঢ্য আয়োজনে বিদ্যার দেবী স্বরসতীর পূজা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, বাসাবাড়ি ও বিভিন্ন মহল্লায় সনাতন ধর্মাবলম্বীরা উৎসবমুখর পরিবেশে পূজার আয়োজন করেন। সকাল থেকেই পূজা মণ্ডপগুলোতে ভক্তদের ঢল নামে। নারী-পুরুষ, শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সের মানুষ রঙিন পোশাকে পূজায় অংশ নেন।
শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্বরসতী পূজা ঘিরে আয়োজন ছিল চোখে পড়ার মতো। সরকারি এমএম কলেজে পূজার উদ্বোধন করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিরীনা আক্তার। পূজা উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক মদন কুমার সাহাসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সরকারি সিটি কলেজে পূজায় প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ দেলোয়ার হোসেন মোল্লা এবং বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ আব্দুল হামিদ।
সরকারি মহিলা কলেজে আয়োজিত পূজায় অধ্যক্ষ প্রফেসর নাজমুল হাসান ফারুক, উপাধ্যক্ষ প্রফেসর আলাউদ্দীনসহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এমএসটিপি স্কুল অ্যান্ড কলেজ, কালেক্টরেট স্কুল, যশোর মেডিকেল কলেজ, ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজসহ শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ধুমধামের সঙ্গে পূজা উদযাপিত হয়।
পূজা উদযাপন পরিষদ যশোরের নেতৃবৃন্দ শহরের গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপ পরিদর্শন করেন। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন, সহ-সভাপতি প্রশান্ত দেবনাথ, সাধারণ সম্পাদক তপন ঘোষসহ অন্যান্য নেতারা বড়বাজার কালী মন্দির, বেজপাড়া পূজা মন্দির, সরকারি এমএম কলেজ ও মহিলা কলেজ পরিদর্শন করেন।
স্বরসতী পূজা উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে ছিল ব্যাপক উচ্ছ্বাস। প্রতিটি মণ্ডপে দেবী বন্দনার পাশাপাশি চলে সাংস্কৃতিক অনুষ্ঠান, বাণী অর্চনা ও প্রসাদ বিতরণ। দিনব্যাপি এই আয়োজন শহরের ধর্মীয় সম্প্রীতি ও সাংস্কৃতিক ঐতিহ্যের অনন্য উদাহরণ হয়ে উঠেছে।
শিরোনাম:
- এনসিপির জুলাই পদযাত্রা যশোরে
- ‘সকলের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো সম্ভব নয়’
- ‘যশোর জেলায় ৮০ হাজার টিসিবি কার্ড বাতিল হয়েছে’
- বাঘারপাড়ায় নিজ ঘরের স্টিলের বাক্সে গৃহবধূর মরদেহ উদ্ধার
- যশোর শিক্ষাবোর্ড : শীর্ষে যশোর জেলা তলানীতে মেহেরপুর
- যশোর বোর্ড : শতভাগ পাস ৭৫ স্কুল, শতভাগ ফেল দুটিতে
- অতীতের মত জনগণের সুখ-দুঃখের সাথী হতে হবে : নার্গিস বেগম
- ধর্ম মানুষের উপকারের কথা বলে, বিভেদ নয় : অমিত