সাতক্ষীরা সংবাদদাতা
সাতক্ষীরার তালায় স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতাকে শালিসি বৈঠক থেকে পুলিশ দিয়ে আটক করিয়ে দেয়ার অভিযোগ উঠেছে ছাত্রদল ও সাবেক যুবদল নেতার বিরুদ্ধে। এনিয়ে উত্তেজনা বিরাজ করছে তালা থানায়। থানা ঘেরাও করেছেন বিএনপির একটি গ্রুপের নেতাকর্মীরা। রোববার রাতে এ ঘটনা ঘটে।
থানা হাজতে বন্দি ওই নেতা সাবেক ইউপি সদস্য রিয়াজুল ইসলাম বলেন, শালিসি বৈঠক থেকে ফারুক জোয়ার্দ্দার ও ছাত্রদলের তালা থানা আহবায়ক হাফিজুর রহমান হাফিজ আমাকে পুলিশ দিয়ে আটক করিয়েছে। এরা ৫ আগস্টের পর লুটপাট চাঁদাবাজি ও জমি দখল করেছে। বিগত দিনে আ.লীগ করেছে, সরকার পতনের পর বিএনপির নাম ব্যবহার করে ব্যাপক লুটপাট চালাচ্ছে। এখন আমাকে পুলিশ দিয়ে আটক করালো।
ফারুক জোয়ার্দ্দার জেলা যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ছিলেন। হাফিজুর রহমান হাফিজ বর্তমান তালা থানা ছাত্রদল আহবায়ক।
তালা ছাত্রদল আহবায়ক হাফিজুর রহমান বলেন, আমি তাকে পুলিশ দিয়ে আটক করায়নি। আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছে।
অপরদিকে সাবেক যুবদল নেতা ফারুক জোয়ার্দ্দার বলেন, আমি আটক করাবো কেন ? বরং আমি ছাড়ানোর জন্য থানায় অবস্থান করছি।
ঘটনার বিষয়ে জানতে তালা থানা অফিসার ইনচার্জ শাহিনুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলেও সাড়া মেলেনি।
সাতক্ষীরা পুলিশ সুপার মনিরুল ইসলাম বলেন, সুনির্দিষ্ট কিছু অভিযোগের বিষয়ে তাকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আমরা ব্যবস্থা নেব।